পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নগেন্দ্র কিছু বিরক্তির সহিত বলিলেন, “যেমন ছিল, তেমনি হয় ? তোমাকে বিবাহ করিয়াছি বলিয়া কি তোমার অনুতাপ হইয়াছে ?”

  • कूनानमिनै ব্যথা পাইলেম । বলি- !

লেন, “তুমি আমাকে বিবাহ করিয়া যে সুখী করিয়াছ--তাহা আমি কখন আশা করি নাই। আমি তাহ বলি না—আমি | লিতেছিলাম যে কি কলি সূর্যমুখী | ফিরিয়া আশে ।” - নগেন্দ্র বললেন, “ঐ কথাটি ভূমি মুখে আনিও না। তোমার মুখে সূৰ্য্যমুখীর নাম শুনিলে আমার অন্তর্দাহ হয় —তোমারই জন্য সূৰ্য্যমুখী আমাকে ত্যাগ করিয়া গেল।” ইহা কুন্দনন্দিনী জানিতেন, কিন্তু— নগেন্দ্রের ইহা বলতে কুন্দনন্দিনী ব্যথিত হইলেন। ভাবিলেন, “এটি কি তিরস্কার ? আমার ভাগ্য মন্দ-কিন্তু আমি ত কোন | দোষ করি নাই। সূর্যমুখীই ত-এ বিবাহ ; দিয়াছে।” কুন্দ আর কোন কথা না কহিয়া ব্যজনে রত রহিলেন । কুন্দনন্দিনীকে অনেকক্ষণ নীরব দেখিয়া নগেন্দ্র বলিলেন, “कथं “कशिउल्ले बां .८कन ? ब्रांश করিয়াছ ?” কুন্দ কহিলেন, “না।” ন। কেবল একটি ছোটটাে "না" বলিয়া বাৱ চুপ কৰিলে। তুমি কি আমায়ার রোম - । কু। বাসি বই কি ? ন। বাসি বই কি ? এ যে বালক ভুলান কথা। কুন্দ, বোধ হয়, তুমি আমায়’কখন ভাল বাসিতে না । , কু । বরাবর বাসি । až নগেন্দ্ৰ বুঝিয়াও বুঝিলেন না যে, এ সূৰ্য্যমুখী নয়। সূর্যমুখীর ভালবাসা যে কুন্দনন্দিনীতে ছিল না—তাহা নহে— কিন্তু কুন্দ কথা জানিতেন না। তিনি বালিকা, ভীরুস্বভাৱ, কথা জানেন না। আর কি বলবেন? কিন্তু নগেন্দ্র তাহ বুঝিলেন | না, বলিলেন, “আমাকে সুৰ্য্যমুখী বরাবর ভাল বাসিত । বানরের গলায় ! মুক্তার হার সহিবে কেন ?—লোহার । শিকলই ভাল।” # এবার কুন্দনন্দিনী রোদন সম্বরণ করিতে পারিলেন না। ধীরে২ উঠিয়া বাহিরে গেলেন। এমন কেহ ছিলনা | যে, তাহার কাছে রোদন করেন। কমল- | মণির আগ পর্য্যন্ত কুন্দ তাহার | কাছে যান নাই—কুন্দনন্দিনী, আপু | নাকে এৰিবাহের প্রধান অপরাধিনী বোধ । করিয়া লজ্জায় তাহার কাছে মুখ দেখ+ 1 ইতে পারেন নাই। কিন্তু আজিকার | মৰ্ম্মপীড়, সহৃদয়, স্নেহময়ী, কমলমণির | সাক্ষাতে বলিতে ইচ্ছা করিলেন। যে দিন, I প্রণয়ের নৈরাশ্যের সময়, কমলমণি | তাহর দুঃখে দুঃখী হইয়া, উহাকে । কোলে লইয়া চক্ষের জল মুছইয়া नििन!