পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88点 বন্দোবস্ত” বঙ্গ দেশের অধঃপাতের চিরস্থায়ী বন্দোবস্ত মাত্ৰ—কস্মিন কালে কিরিবে না । ইংরাজদিগের এ কলঙ্ক চিরস্থায়ী, কেননা এ বন্দোবস্ত “চিরস্থয়ী।” বান্ধিয়া জমীদারের গ্রীসে ফেলিয়া দিলেন–জমীক্ষর কর্তৃক তাহাদিগের প্রতি কোন অত্যাচার না হয় সেই জন্ত । বঙ্গদেশের কৃষক । tवघर्षर्नन, cनौः, s९१$1) করিয়াই ক্ষান্ত হইলেন । ১৮৩২ শালে কাম্বেল নামক একজন বিচক্ষণ রাজ কৰ্ম্ম চারী লিখিলেন, “এ অঙ্গীকার অস্ত্যাপি রাজকীয় ব্যবস্থামালার শিরোভাগে বৰ্ত্তকর্ণওয়ালিস্ প্রজাদিগের হাত প | মান রহিয়াছে, কিন্তু গবর্ণমেণ্ট গ্রাম্য ভূস্বামী (প্রজা) দিগের অগ্রে জমীদারকে দাড় করাইয়া, তাহাদিগের সহিত সাক্ষাৎ সম্বন্ধ উচ্ছেদ করিয়াছেন । সুতরাং সে অঙ্গীকার মত কৰ্ম্ম করেন মাই। বরং তদ্বিপরিতই করিলেন। দুর্বলকে আরো দুর্বল করিলেন, বলবানকে আরও বলবান করিলেন । ১৮১২সালের ৫ আইনের দ্বারা প্রজার যে কিছু স্বত্ব ছিল কোন বিধি ও নিয়ম করিলেন না। কেবল | বলিলেন যে, “প্রজ প্রভূতির রক্ষার্থ ! ও মঙ্গলার্থ গবর্ণর জেনেরেল যে সকল । নিয়ম আবশ্যক বিবেচনা করিবেন, তাহা । যখন উপযুক্ত সময় বিবেচনা করিবেন, : তখনই বিধিবদ্ধ করিবেন। তজ্জন্য জমী ; তাহ লোপ করিলেন। এই বিধি হইল দার প্রভৃতি খাজানা আদায় করার পক্ষে । যে, জমীদার প্রজাকে যে কোন হারে কোন আপত্তি করিতে পরিবেন না ।" । পাট দিতে পারবেন । ইহার অর্থ এই “বিধিবদ্ধ করিবেন” আশা দিলেন, ' হইল যে জমীদার যে কোন প্রজার কিন্তু করিলেন না । প্রজার পুরুষামু নিকট যে কোনো হারে খাজনা আদায় ক্রমে জমীদার কর্তৃক পীড়িত হইতে : করিতে পারবেন। ডিরেক্টরের স্বয়ং লাগিল, কিন্তু ইংরাজ কিছুই করিলেন এই অর্থ করিলেন, ঃ সুতরাং কৃষককে না। প্রজাদিগের দ্বিতীয়বার অশুভগ্রহ ভূমিতে রাখানা রাখা জমীদারের ইচ্ছাধীন ১৮১৯ শালে কোর্ট অব ডিরেক্টরস্ ! হইল। ভূমির সঙ্গে কৃষকের কোন সম্বন্ধ লিখিলেন, “যদিও সেই বন্দোবস্তের পর রহিল ল কৃষক মজুর হইল। এই এত বৎসর অতীত হইয়ছে, তথাপি | তৃতীয় কুগ্রহ। ’ আমরা তৎকালে প্রজাদিগের স্বৰ নিন্ধ | এই ১৮১২ সালের ৫ আইন পূর্ব পণ এবং সামঞ্জস্ত করিবার যে অধিকার কালের বিখ্যাত “পঞ্চম - ৰদি কেহ হাতে রাখিয়ছিলাম, তদনুযায়ী অ্যাপি এলৰ সৱৰ লুটিয়া লইতে চাৰ্তি, মে .কিছুই করা হইল ন৷ ” এই আক্ষেপ * _مس ، ... a. 象 Revenue letter to Bengal 9th May. ೪೫ ৬. ১৪৪ত শীলের ১ জাইনেঞ্চ ৮ ধীর। Para 54. .. و، .ه : ۰ه . ه، د بد: * ٠ ، |