পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( रबरनन, বঙ্গদেশের কৃষক l - حساسیتیپیایجیجیحساسیجیجیجی= جع جكتكتتمة تيسمسمي » - - ৰেৱ স্বষ্টি। . ভারতবর্ষে উত্তরগামী মুসলমান এবং মহারাষ্ট্রীয়দিগের প্রজাপীড়নের উল্লেখ মাত্র যথেষ্ট। কেবল প্রাচীন রাজগণের এবিষয়ে বিশেষ গৌরব । তাহারা কেবল ষষ্ঠাংশ লইয়া সন্তুষ্ট থাকিতেন। মুসলমানদিগের সময়ে প্রথম জমীদারের স্বষ্টি । র্তাহার রাজ্যশাসনে স্থপারগ ছিলেন না। যেখানে হিন্দু রাজগণ অবলীলাক্রমে প্রজাদিগের নিকট কর সংগ্ৰহ করিতেন, মুসলমানেরা সে খানে কর সংগ্ৰহ করিতে অসমর্থ হই । লেন। তঁহারা পরগণায় পরগণায় এক এক ব্যক্তিকে করসংগ্রাহক নিযুক্ত করিলেন। তাহারা এক প্রকার কর সংগ্রহের কণ্টাক্টর হইল । রাজার রাজস্ব আদায় করিয়া দিবেন, তাহার বেশী যাহা আদায় করিতে পারিবেন, তাহা ভাহাদিগের লাভ থাকিৰুে ইহাতেই জমীদারির স্থf৪, এবং ইহাতেই বঙ্গদেশে প্রজাপীড়নের স্বষ্টি । এই কণ্টtক্টরেরাই জমীদার। রাজার রাজশ্বের উপর যত বেশী আদায় করিতে পারেন, ততই তাহদের . লাভ। স্বতরাং র্তাহার প্রজ্ঞার সর্বস্বাস্ত করিয়া বেশী আদায় করিতে লাগিলেন। প্রজার যে সৰ্ব্বনাশ হইতে . লাগিল, তাহা বলা বাহুল্য।

  • two

| শীলদারকে দিলেন। - ইহা ভিন্ন প্রজা '.তাহার পর ইংরাঙ্গের রাজা হই- ' লেন। তাহারা যখন রাজ্য গ্রহণ করেন, তখন তাহাদিগের সেই অবস্থা । তাহাদিগের দুরবস্থা মোচন করিবার জন্য ইংরাজদিগের ইচ্ছার ক্রটি ছিল না ; কিন্তু লার্ড কর্ণওয়ালিস মহা ভ্ৰমে পতিত হইয়া প্রজাদিগের আরও গুরুতর সুৰ্ব্বনাশ করিলেন। তিনি বলিলেন যে, জমীদারদিগের জমীদারীতে চিরস্থায়ী স্বত্ব নাই বলিয়াই, জমীদারীতে তাঁহাদিগের যত্ব হইতেছে না। জমীদারীতে | তাহাদিগের স্থায়ী অধিকার হইলে পর, তাহাতে তাহাদের যত্ব হইবে। স্বতরাং তাহার প্রজাপীড়ক না হইয় প্রজা! পালক হইবেন। এই ভাবিয়া তিনি | চিরস্থায়ী বন্দোবস্তের স্বজন করিলেন। | রাজস্বে কণ্টাক্টরদিগকে ভূস্বামী । করিলেন । * তাহাতে কি হইল ? জমীদারেরা যে প্রজাপীড়ক, সেই প্রজাপীড়ক রহিলেন। | লাভের পক্ষে, প্রজাদিগের চিরকালের | স্বত্ব একেবারে লোপ হইল। প্রজারাই } চিরকালের ভূস্বামী ; জমীদারের কস্মিন | কালে কেহ নহেন—কেবল সরকারী তই | | শীলদার । কর্ণওয়ালিস যথার্থ ड्रशंभोज्ञ | ! নিকট হইতে ভূমি কাড়িয়া লইয়া তছ- { দিগের আর কোন লাভ হইল না । ইংরাজ রাজ্যে বঙ্গ দেশের কৃষকদিগের এই প্রথম কপাল ভাঙ্গিল। এই “চিরস্থায়ী