পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাপ্ত গ্রস্থের সংক্ষিপ্ত সমালোচনা। বঙ্গদর্শন, পে8১২৭৯ } লোপ হয়, সেও ভাল। তৎপরিবর্তে | বাবুকে এপথের আর এক জন পথিক | এ সকল চর্চার একাধিপত্য পরমা ; দেখিয়া আঙ্গলাদিত হইয়াছি। হলাদের বিষয়। এই জন্য বলিতেছি, তাহার গ্রন্থ খানি সংক্ষিপ্ত সঙ্কলন একখানি ক্ষুদ্র শারীরবিধান গ্রন্থ ; মাত্র। ইহার অধিক এক্ষণে প্রত্যাশা দেখিয়াও আমাদিগের চক্ষুঃ তৃপ্ত হইল করা যায় না। সবিস্তারে এসকল বিষয় ভারতচন্দ্র বাবুর উদেশ্ব অতি মহৎ। । বাঙ্গালায় সঙ্কলিত করিবার সময় এক্ষণে যাহাতে আঞ্চদিগের স্বদেশস্থ লোকে, উপস্থিত হয় নাই। তবে ভারত বাবুর আপামর সাধারণে, সংক্ষিপ্ত শারীরবিধান সঙ্কলনে, বোধ হয়, সংক্ষেপের জাতিশয্য জ্ঞাত হইতে পারে, -প্রত্যহ দণ্ডে২ দোষ ঘটয়াছে। শারীরতত্ত্ব ভাগের যে সকল নৈসর্গিক নিয়ম লঙ্গন করিয়া বাঙ্গালিরা ক্ষীণ, অল্পায়ুঃ, হাস্থস্থ, এবং নিস্তেজ হয়, সেই সকল নিয়ম. যাহাতে সকলে জ্ঞাত হইয় তাহার লঙ্ঘনে বিরত হইতে পারে—যাহাতে বাঙ্গালির সুখ বৃদ্ধি, পরমায়ুঃ বৃদ্ধি, কল্যাণ বৃদ্ধি হয়, ইহাই উহার উদ্দেশ্য। তক্রপ উদ্দেশ্যে অনেক অংশই এত সংক্ষেপে বৰ্ণিত হইয়াছে যে, তাহা, শারীরতত্ত্ব অনভিজ্ঞ পাঠক বড় কিছু বুঝিতে পরিবেন কি না, সন্দেহ। অনেক গুলিন নিতান্ত আবশ্যকীয় বিষয়ের উপযুক্ত বিবৃতিও দেখা যায় না । যথা—পচন এবং সমীকরণ ( Digestion and Assimila শত২ উত্তম গ্রন্থ ইউরোপে সচরাচর ; tion ) ক্রিয়ার পর্য্যায় ক্রমে বোধ গম্য প্রচারিত হইতেছে, এবং তল্পিবন্ধন মহৎ । বিবরণ কোথাও দৃষ্ট হইল না। রক্ত .স্থফল ফলিতেছে। কিন্তু এ দেশে ; সঞ্চালন (Circulation) সম্বন্ধেও ঐ এগুলি অতি দুর্লভ। মেডিকেল ; রূপ। স্নায়ু মণ্ডলীর বর্ণনায় স্বায়ু গ্রস্থির কলেজের শিক্ষিত ডাক্তার সম্প্রদায়ই | (Ganglia) কোন উল্লেখ নাই। পচন, বাঙ্গালীর মধ্যে এ শাস্ত্রের অধিকারী ; সমীকরণ,সঞ্চালনের বেকিছু উল্লেখ আছে, কিন্তু উহ্যর প্রায়ই অর্থে পাঞ্জনে | তাহ অন্য বিষয়ের আনুষঙ্গিক ক্ষণিক ব্যস্ত, অথবা আপন মাতভাষায় স্বীয় | উল্লেখ মাত্র। যদি কোথাও এসকলের. বক্তব্য ব্যক্ত করিতে অক্ষম, সুতরাং | বিস্তারিত বর্ণনা থাকে, তবে গ্রন্থকার | এদিকে বড় চেষ্টা নাই। নব্য ডাক্তার | আমাদিগকে মার্জনাকরিবেন—সে আমাসম্প্রদায়ের মধ্যে বাবু গঙ্গা প্রসাদ | দিগের দেখিবার দোষ। যদি না থাকে, মুখোপাধ্যায় প্রভৃতি কেহ২ এপথে । তবে তদ্ব্যতীত শারীরতত্ত্ব পরিচ্ছেদটি ; প্রথম পদাপর্ক্স করিয়াছেন। - ভারতচন্দ্র | একটা কৃষ্ণ বিন কৃষ্ণযাত্রারমত হইয়াছে r |