পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(वश्रष*न, भांई, २२१> } বিষবৃক্ষ । পরলোকে পুণ্য । চিনিব কেন ?” । হঠাৎ তাহার স্মরণ হইল যে, তিনি কুগে শিবিকারোহণে যাইতেছেন, সূৰ্য্যমুখী, পথ হাটিয়া২, পীড়িত হুইয়াছিলেন। অমনি নগেন্দ্র শিৰিক হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন । বাহকের শূন্য শিবিকা পশ্চাৎ২ আনিতে | লাগিল। প্রাতে ষে বাজারে আসিলেন, সেই খানে শিবিক ত্যাগ করিয়া বাহক, দিগকে বিদায় দিলেন । অবশিষ্ট পথ পদব্রজে অতিৰাহিত করিলেন । তখন মনে করিলেন, ইহ জীবন এই | } আমি শূকর, রত্ন সূৰ্য্যমুখীর বধের প্রায়শ্চিত্তে উৎসর্গ করিব। কি প্রায়শিত্ত ? সূৰ্য্যমুখী গৃহ ত্যাগ করিয়া যে সকল সুখে বঞ্চিত হইয়াছিলেন-আমি সে সকল সুখভোগ ত্যাগ করিব । ঐশ্বৰ্য্য, সম্পদ, দাস, দালী, বন্ধু, বান্ধবের অীর কোন সংশ্ৰব | রাখিব না। সূর্যমুখী গৃহত্যাগ করিয়া| অবধি যে সকল ক্লেশ ভোগ করিয়৷ ছিলেন, আমিও সেই সকল ক্লেশ ভোগ করিব। যেদিন গোবিন্দপুর হইতে যাত্র | করিব, সেই দিন হইতে আমার গমন পদব্রজে, ভোজন কদম্ন শয়ন বৃক্ষতলে বা পর্ণকুটীরে । আর কি প্রায়শ্চিত্ত ? ] যেখানেই অনাথিনী স্ত্রীলোক দেখিব, সেইখানে প্রাণ দিয়া তাহার উপকার করিক। ৰুে অৰ্থ’নিজ ব্যয়ার্থ রাখিলা, রাখিয়া, নীরবে একখানা চেয়ারের উপর ঐশচন্দ্র জানিতেন যে, কাশীতে নগেন্দ্র সে অর্থে আপনার প্রাণধারণ মাত্র করিয়া . অবশিষ্ট সহায়হীন স্ত্রীলোকদিগের সেবার্থে ব্যয় করিব । ষে সম্পত্তি স্বত্ত্ব ত্যাগ করিয়া সতীশকে দিব, তাহারও অৰ্দ্ধাংশ, আমার যাবজজীবন সতীশ সহায়হীন স্ত্রীলোকদিগের সাহায্যে ব্যয় করিষে, ইহাও দান পত্রে লিখিয়া দিব । প্রায়শ্চিত্ত ! পাপেরই প্রায়শ্চিত্ত হয়। ] দুঃখের ত প্রায়শ্চিত্ত নাই। দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মুত্যু। মরিলেই দুঃখ যায়। সে প্রায়শ্চিত্ত না করি কেন ?” তখন চক্ষে হস্তাৰরণ করিয়া, জগদীশ্বরের | নাম স্মরণ করিয়া, নগেন্দ্রনাথ মৃত্যু আকাঙক্ষ নিবারণ করিলেন। উনচত্বারিংশত্তম পরিচ্ছেদ । সব ফুরাইল, যন্ত্রণা ফুরায় না । রাত্রি প্রহরেকের সময়ে শ্রীশচন্দ্র একাকী বৈঠকখানায় বসিয়া আছেন, এমত সময়—পদব্ৰজে নগেন্দ্র সেইখানে উপস্থিত হইয়া, স্বহস্ত বাহিত কানবাস ব্যাগ দূরে নিক্ষিপ্ত করিলেন। ব্যাগ বসিলেন। 穩 * শ্ৰীশচন্দ্র তাহার ক্লিষ্ট, মলিন, মুখ কাস্তি দেখিয়া ভীত হইলেন ; কি জিজ্ঞাসা | করিবেন, কিছু বুঝিতে পারিলেন না। . མཚམས་མཚེ་མཚན་མ་མཐོང་མ་མ་བབས་མས་བདག་འཇ.t