পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e 8 বিষবৃক্ষ । (बअग*fन, भांs, >*१* ) ব্ৰহ্মচারীর পত্র পাইয়াছিলেন, এবং পত্র পাইয়া, মধুপুর যাত্রা করিয়াছিলেন । এ সকল কথা শ্ৰীশচন্দ্রকে লিখিয়া নগেন্দ্র কাশী হইতে যাত্রা করিয়াছিলেন । এখন নগেন্দ্র আপনা হইতে কোন কথা বলিলেন না দেখিয়া, শ্রীশচন্দ্র নগেন্দ্রের নিকট গিয়া বসিলেন, এবং তাহার হস্তধারণ করিয়া কহিলেন— “ভাই নগেন্দ্র, তোমাকে নীরব দেখিয়া আমি বড় ব্যস্ত হইয়াছি । তুমি মধুপুর যাও নাই ?” নগেন্দ্র এইমাত্র বলিলেন, “গিয়া ছিলাম ।” শ্ৰীশচন্দ্র ভীত হইয়াজিজ্ঞাসা করিলেন, “ব্রহ্মচারীর সাক্ষাৎ পাও নাই ?” নগেন্দ্র । না । - ঐশ সূর্যমুখীর কোন সন্ধান পাইলে ? কোথায় তিনি ? নগেন্দ্র উদ্ধে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন “স্বর্গে।” ' শ্রীশচন্দ্র নীরব হইলেন । নগেন্দ্রও নীরব হইয়া মুখাবনত করিয়া রছিলেন। ক্ষণেক পরে মুখ তুলিয়া বলিলেন, “তুমি স্বৰ্গ মান না—আমি মানি। শ্ৰীশচন্দ্র জানিতেন, পূর্বে নগেন্দ্র স্বৰ্গ মানিতেন না ; বুঝিলেন যে, এখন মানেন। বুঝিলেন যে, এ স্বর্গ .প্রেম ও বাগনার স্বাঞ্ছ। “সূর্যমুখী । 'কোথাও মাইথ একথা . गङ इग्न न “সূর্যমুখী স্বর্গে আছেন”—এ চিন্তায় অনেক সুখ । উভয়ে নীরব হইয়া বসির রহিলেন । শ্ৰীশচন্দ্র জানিতেন যে, সাস্তুনার কথার সময় এ নয়। এখন পরের কথা বিষবোধ হইবে । পরের সংসৰ্গও বিষ । এই বুঝিয়া, শ্ৰীশচন্দ্র, নগেন্দ্রের শয্যাদি করাইবার উদ্যোগে উঠিলেন। আহারের কথা জিজ্ঞাসা করিতে সাহস হইল না ; মনে২ করিলেন, সে ভর কমলকে | দিবেন। কমল শুনিলেন, সূৰ্য্যমুখী নই। তখন । আর তিনি কোন ভারই লইলেন না। । সতীশকে এক ফেলিয়, কমলমনি সে । রাত্রের মত অদৃশ্য হইলেন। İ কমলমনি ধুল্যবলুষ্ঠিত হইয়া, আলুলায়িত । কুন্তলে কঁদিতেছেন দেখিয়া, দাসী সেই ! খানে সতীশচন্দ্রকে ছাড়িয়া দিয়া সরিয়া | আসিল। সতীশচন্দ্র মাতাকে ধূলিধূসর। : নীরবে রোদন পরায়ণ দেখিয়া, প্রথমে নীরবে নিকটে বসিয়া রহিল। পরে মাতার চিবুকে ক্ষুদ্র কুসুমনিন্দিত অঙ্গুলি । দিয়া, মুখ তুলিয়া দেখিতে যত্ন করিল। ! কমলমণি মুখ - তুলিলেন, কিন্তু কথা কহিলেন না। সতীশ তখন মাতার প্রসন্নতার আকৃাঙ্ক্ষায়, তাহার মুখচুম্বন করিল। কমলমণি, সতীশের অঙ্গে হস্ত প্রদান করিয়া আদর করিলেন, কিন্তু ! মুখচুম্বন করিলেনন কথাও কহিলেন ন},