পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষবৃক্ষ । (वणनििम्, क्षiः, *५१s) শুনিয়া, নগেন্দ্র গৃহ হইতে নিৰ্গত হুইলেন। শ্রীশচন্দ্র সঙ্গে যাইতেছিলেন, কিন্তু নগেন্দ্র বিরক্ত হইয়া নিষেধ করিলেন । পথে২ নগেন্দ্র রাত্রি দুই প্রহর পর্য্যন্ত পাগলের মত বেড়াইলেন। | ইচ্ছ, জনস্রোতোমধ্যে আত্মবিস্মৃতি লাভ করেন । কিন্তু জনস্রোত তখন মন্দীভূত হইয়াছিল—আর আত্মবিস্মৃতি কে লাভ করিতে পারে ? তখন পুনর্বার শ্ৰীশচন্দ্রের গৃহে ফিরিয়া আসিলেন। শ্ৰীশচন্দ্র আবার নিকটে বসিলেন । নগেন্দ্র বলিলেন, “আরও কথা আছে। “ তিনি কোথায় গিয়াছিলেন, কি করিয়াছিলেন, তাহ ব্রহ্মচারী অবশ্য র্তাহার নিকট ' শুনিয়া থাকিবেন। ব্রহ্মচারী তোমাকে বলিয়াছেন কি ?” ঐশ। আজি আর সে সকল কথায়কাজ ! কি ? আজ শ্রান্ত আছ, বিশ্রাম কর । | নগেন্দ্র ভ্ৰকুটি করিয়া মহাপরুষ কণ্ঠে কছিলেন, “বল ” শ্ৰীশচন্দ্র নগেন্দ্রের মুখপ্রতি চাহিয়া দেখিলেন, নগেন্দ্র পাগলের মত হইয়াছেন ; বিদ্যুৎগর্ভ মে ঘর মত, তাহার মুখ কালিময় হইয়াছে। ভীত হইয়া শ্ৰীশচন্দ্র বলিলেন, “বলিতেছি।” নগেন্দ্রের মুখ প্রসন্ন হইল ; ঐশচন্দ্র সংক্ষেপে বলিলেন, “গোবিন্দপুর হইতে সূর্যমুখী স্থলপথে অল্প২ করিয়া ;প্রথমে পদব্রজে এইদিগে জাসিয়াছিলেন।” নগে। প্রত্যহ কত পথ চলিতেন ? শ্ৰীশ । এক ক্রোশ দেড় ক্রোশ । নগে । তিনি ত একটিপয়সাও লইয়াও बांङ्की श्श्रङ थाम मांश्–मिश्रोङ इ३उ কিসে ? . . ঐশ। . কোন দিন উপবাস;—কোন দিন ভিক্ষা–তুমি পাগল! এই বলিয়া শ্ৰীশচন্দ্র নগেন্দ্রকে তাড়ন করিলেন। কেননা মগেন্দ্র আপনার হস্তদ্বারা আপনার কণ্ঠরোধ করিতেছেন, দেখিতে পাইলেন। বলিলেন, "মরিলে কি সূৰ্য্যমুখীকে পাইৰে ” এই বলিয়া নগেন্দ্রের হস্ত লইয়া আপনার হস্তমধ্যে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, “বল ” শ্ৰীশ। তুমি স্থির হইয়া মা শুনিলে আমি আর বলিব না । কিন্তু শ্ৰীশচন্দ্রের কথা আর নগেন্দ্রের কণে প্রবেশ করিল না। তাহার চেতনা বিলুপ্ত হইয়াছিল । নগেন্দ্র মুদিতনয়নে স্বর্গারূঢ়া সূর্যমুখীর রূপধ্যান করিতে ছিলেন। দেখিতেছিলেন, তিনি রত্নসিংহাসনে রাজরাণী হইয়া বসিয়া আছেন ; চারি দিগ হইতে শীতল সুগন্ধময় পবন তাহার অলকাম লাইতেছে; চারি দিগে পুষ্পনিৰ্মিত বিহঙ্গগণ উড়িয়া বীণা | রবে গান করিতেছে । দেখিলেন উাহার পদউলে শত • শত কোকনঙ্গ ফুটিয়া রছিয়াছে, র্তাহার সিংহাসন চঙ্গাতপ . শত চন্দ্র গুলিতেছে ; চারি পার্থে শতই | নক্ষত্র জ্বলিতেছে। দেখিলেন, লগঞ্জ | ജ്ജത്തങ്ങീ