পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• (वथमर्थन, मts; s९१० ) - क्तूिक - e sa স্বয়ং এক অন্ধকারপূর্ণ স্থানে পড়িয়া আছেন ; তাহার সর্ববঙ্গে বেদন ; অস্বরে তাহাকে বেত্ৰাঘাত করিতেছে ; সূর্যমুখী অঙ্গুলি সঙ্কেতে তাহাদিগকে নিষেধ করিতেছেন। অনেক যত্নে শ্রীশচন্দ্র নগেন্দ্রের চেতন৷ বিধান করিলেন । চেতনাপ্রাপ্ত হইয়া নগেন্দ্র উচ্চৈঃস্বরে ডাকিলেন, “সূর্যমুখি ! প্রাণাধিকে। কোথায় তুমি ?” চীৎকার শুনিয়া শ্ৰীশচন্দ্র স্তম্ভিত এবং ভীত হইয়৷ নীরব হইয়া বসিলেন । ক্রমে নগেন্দ্র স্বভাবে পুনঃস্থাপিত হইয়া বলিলেন, “ट्ठा !” শ্ৰীশচন্দ্র ভীত হইয়া বলিলেন, “আর কি বলিব ?” নগেন্দ্র । বল, নহিলে আমি এখনই প্রাণত্যাগ করিব । ভীত শ্ৰীশচন্দ্র পুনর্নবার বলিতে লাগিলেন, “সূর্যমুখী অধিক দিন এরূপ কষ্ট পান নাই । এক জন ধণাঢ্য ব্রাহ্মণ সপরিবারে কাশী যাইতেছিলেন । তিনি কলিকাতা পৰ্য্যন্ত নৌকাপথে আসিতেছিলেন। এক দিন নদীকূলে সূর্যমুখী বৃক্ষমূলে শয়ন করিয়াছিলেন, ব্রাহ্মণের সেই খানে পাক করিতে উঠিয়াছিলেন । গৃহিণীর সহিত সূর্যমুখীর আলাপ হয়। সূৰ্য্যমুখীর অবস্থা দেখিয়া এবং চরিত্রে প্রীত হইয়া ব্রাহ্মণগৃহিণী উহাকে নৌকায় তুলিয়া লইলেন।. সূর্যমুখী তাহার সাক্ষাতে বলিয়াছিলেন যে, তিনিও } কাশী যাইবেন । । নগে। সে ব্রাহ্মণের নাম কি, ও বাটী | কোথায় ? ' d নগেন্দ্র মনে২ প্রতিজ্ঞ করিলেন, কোন রূপে তাহার সন্ধান করিয়া প্রত্যুপকার | করিবেন। জিজ্ঞাসা করিলেন, “তার | পর ?” d ঐশ। ব্রাহ্মণের সঙ্গে তাহার পরি" | বারস্থার স্যায় সূর্যমুখী বৰ্হি পৰ্যন্ত গিয়া | ছিলেন। কলিকাতা পৰ্যন্ত নৌকায়, কলিকাতা হইতে রাণীগঞ্জ পর্যন্ত রেলে, | রাণীগঞ্জ হইতে বুলকট্রেনে গিয়াছিলেন ; } এ পর্যন্ত হাটিয়া ক্লেশ পান নাই। ন। তার পর কি ব্রাহ্মণ র্তাহাকে বিদায় দিল ? ; শ্ৰীশ। না; সূর্যমুখী আপনি বিদায় | লইলেন। তিনি আর কাশী গেলেন না। I কতদিন তোমাকে না দেখিয়া থাকিবেন ? তোমাকে দেখিবার মানসে বর্হি হইতে | পদব্রজে ফিরিলেন । কথা বলিতে শ্ৰীশচন্দ্রের চক্ষে জল | আসিল। তিনি নগেন্দ্রের মুখ পানে | চাহিয়া দেখিলেন। শ্ৰীশচন্দ্রের চক্ষের | জলে নগেন্দ্রের বিশেষ উপকায় হইল । তিনি শ্ৰীশচন্দ্রের কণ্ঠ লগ্ন হুইয়া, তাহার কাদে মাতা রাখিয়া, রোদন করিলেন। শ্ৰীশচন্দ্রের বাট আসিয়া এপর্যন্ত নগেন্দ্র : রোদন করেন নাই-তাহার শোক! ہے۔ یہ ہی چھٹ----- کسح ---- مع=