পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 2 \, বিষবৃক্ষ । (शश्नुतः, মাঃ, ১২৭৯ ) S SAAAS A SAS SSAS SSAS কিছুই কমে নাই; কিন্তু


— (

অধৈর্যের হ্রাস | লোহিত লত পল্লব ফল পুষ্পাদি চিত্রিত ; হইয়া আসিয়াছিল । তিনি স্থিরভাবে, পৌরবর্গের সঙ্গে কথাবাৰ্ত্ত কহিলেন, সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। কাহারও সাক্ষাতে তিনি সূৰ্য্যমুখীর প্রসঙ্গ করিলেন না—কিন্তু তাহার ধীরভাব দেখিয়া সকলেই তাহার দুঃখে দুঃখিত : হইল। প্রাচীন ভূত্যেরা তাহাকে প্রণাম করিয়া গিয়া আপনা আপনি রোদন করিল। নগেন্দ্র কেবল একজনকে মনঃপীড়া দিলেন। চিরদুঃখিনী কুন্দনন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না। চতুশ্চত্বারিংশত্তম পরিচ্ছেদ । স্তিমিত প্রদীপে । নগেন্দ্রনাথের আদেশমত পরিচারিকারী সূৰ্য্যমুখীর শয্যাগৃহে তাহার শয্যা প্রস্থত করিয়াছিল । শুনিয়া কমলমণি ঘড়ি নাড়িলেন । নিশীথকালে, পৌরজন সকলে সুয়ুপ্ত হইলে নগেন্দ্র সূর্যমুখীর শয্যাগৃহে শয়ন করিতে গেলেন । শয়ন করিম্ভে না— রোদন করিতে। সূর্যমুপার শয্যাগৃহ অতি প্রশস্ত এবং মনোহর ; উহা নগেন্দ্রের সকল সুখের মদির—এই জন্য তাহা যত্ন করিয়া প্রস্তুত করিয়াছিলেন । কক্ষটা প্রশস্ত এবং উচ্চ, হৰ্ম্ম্য হল শ্বেতকৃষ্ণ মৰ্ম্মর প্রস্তরে রচিত। কক্ষপ্রাচীরে নীল পিঙ্গল তদুপরি বসিয়া নানাবিধ ক্ষুদ্র২ বিহঙ্গম ৷ সকল ফল ভক্ষণ করিতেছে, লেখা আছে । এক পাশে বহুমূল্য দারুনিৰ্ম্মিত হস্তিদন্তরচিত কারু কাৰ্য্য বিশিষ্ট পর্নাঙ্ক, আর এক পাশে বিচিত্রবস্ত্রমণ্ডিত নানাবিধ কাষ্ঠাসন এবং বৃহদপণ প্রভৃতি গৃহসজ্জার বস্তু বিস্তর ছিল । কয় খানি চিত্র কক্ষপ্রাচীর হইতে বিলম্বিত ছিল । চিত্রগুলি বিলাতি নহে। সূৰ্য্যমুখী নগেন্দ্র উভয়ে মিলিত হইয়া চিত্রের বিষয় মনোনীত করিয়া এক দেশী চিত্রকরের দ্বারা চিত্রিত করাইয়াছিলেন । দেশী চিত্রকর একজন ইংরাজের শিষ্য ; লিখিয়াছিল ভাল। নগেন্দ্র তাহা মহামূল্য ফ্রেম দিয়া শয্যাগুহে রাখিয়ছিলেন। এক খানি চিত্র কুমারসম্ভব হইতে নীত । মহাদেব পৰ্ব্বত-শিপরে বেদির উপর বসিয়া তপশ্চারণ করিতেছেন। লতা গৃহদ্বারে নন্দী, বাম প্রকোষ্ঠাপিত হেমবেত্ৰ— যুখে এক অঙ্গুলি দিয়া কাননশবদ নিবারণ করিতেছেন। কানন স্থির—ভমরের। পাতার ভিতর লুকাইয়াছে—মৃগের শয়ন আছে । সেই কালে হরধ ন ভঙ্গের জন্য মদনের অধিষ্ঠান। সঙ্গে২ বসন্তের উদয় "অগ্রে, বসন্তপুষ্পীভরণময়ী পাৰ্ব্বতী, মহাদেবকে প্রণাম । করিতে আসিয়াছেন। উমা যখন শস্তুসমুখে প্রণামঞ্জস্য নত হইতেছেন, এক জানু