পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| (वत्रभलनि, झां६, २ २१* ) f

“আমাকে সঙ্গে লইয়া চল ! - এখানে থাকিতে চাহি না ।” প্রসন্ন হইয়া তেজোময় অন্তর্থিত হইলেন । ভঙ্গ হইলে, কুন্দ স্বপ্ন স্মরণ করিয়া দেবতার নিকট ভিক্ষা চাহিল যে, “এবার SAASASASS বিষবৃক্ষ । « 8ጬ তখন মাতা পুনরপি কহিলেন, “বলিয়াছিলাম, আর একবার আসিব । তাই আবার আসিলাম । এখন যদি সংসারস্থখে পরিতৃপ্তি জন্মিয় থাকে, তবে তামার সঙ্গে চল ।” তখন কুন্দ কাদিয়া কহিল, “ম, তুমি আমি তার ইহা শুনিযু মাতা, বলিলেন, “তলে আইস (” এই বলিয়৷ নিদা হামার স্বপ্ন সফল হউক ৷” প্রাতঃকালে হীরা কুন্দের পরিচর্য্যার্থে সেই গৃহে প্রবেশ করিল। দেখিল, কুন্দ কঁাদিতেছে । কমলমণির আসা তাবধি হীরা কুন্দের নিকট বিনীতভাব ধারণ করিয়াছিল। নগেন্দ্র আসিতেছেন, এই সস্বাদই ইহার কারণ। পূর্বপুরুষ ব্যবহারের প্রায়শ্চিত্ত স্বরূপ বরং হীরা, পূর্বাপেক্ষাও কুন্দের প্রিয়বাদিনী ও আজ্ঞাকারিণী হইয়াছিল। অন্য কেহ এই কাপট্য সহজেই বুঝিতে পারিত—কিন্তু কুন্দ অসামান্য সরল এবং আশুসস্তুষ্ট—মুতরাং হীরার এই নুতন • প্রিয়কারিতায় প্রীত ব্যতীত সন্দেহ বিশিষ্ট হয় নাই। অতএব, এখন কুন্দ #ারীকে পূৰ্ব্বমত, বিশ্বাসভাজিনী বিবেচনা ভিন্ন অবিশ্বাসভাজিনী মনে করে নাই ! হীরা জিজ্ঞাসা করিল, “মা ঠাকুরাণি, কঁদিতেছ কেন ?” কুন্দ কথা কহিল না। হীরার চাহিয়া দেখিল । হীরা দেখিল, কুন্দের চক্ষু ফুলিয়াছে, বালিশ ভিজিয়াছে। হীরা কহিল, “এ কি ? সমস্ত রাত্রিই কেঁদেছ না কি ? কেন, বাবু কিছু বলেছেন ?” কুন্দ বলিল, “কিছু না ।” 参 এই বলিয়৷ আবার সম্বৰ্দ্ধিত বেগে রোদন করিতে লাগিল । হীরা দেখিল, কোন বিশেষ ব্যাপার ঘটিয়াছে। কুন্দের ক্লেশ দেখিয়া, আনন্দে তাহার হৃদয় ভাসিয়া গেল। মুখ মান করিয়া জিজ্ঞাসা করিল, “বাবু বাড়ী আসিয়া তোমাৰ সঙ্গে কি কথা বাৰ্ত্ত কহিলেন ? আমরা দাসী, আমাদের কাছে তা বলিতে হয় ।” কুন্দ কহিল, “কোন” কথাবাৰ্ত্তা বলেন নাই ।” * হীরা বিস্মিত হইয়া কহিল, “লে কি মা ! এত দিনের পর দেখা হলো ! কোন কথাই, বলিলেন না ?” কুন্দ কহিল, “আমার সঙ্গে দেখা হয় নাই ।” 數 এই কথা বলিতে কুন্দের রোদন অসম্বরণীয় হইল । صر হীরা মনে২ বড় প্রীত হইল। হাসিয় { বলিল, “ছি মা ! এতে কি/কাদতে হয় ? করিত । কোন কালেই রুক্ষ- ভাষিণী |