পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ses এ দশা তুমিই করিয়াছ। এখন চিনিতেছ না—কিন্তু একদিন আমার খোসামোদ করিয়াছিলে । এখন তোমার মনে পড়ে না, কিন্তু একদিন এই ঘরে বসিয়া, আমার এই পা ধরিয়া ( এই বলিয়া হীরা খাটের উপরে পা রাখিল ) গায়িয়াছিলে— “স্মরগরল খণ্ডনং মমশিরসি মওনং দেহি পদপল্লবমুদীরং ।” এইরূপ কত কথা মনে করিয়া দিয়া, ' উন্মাদিনী বলিতে লাগিল, "যেদিন তুমি আমাকে উৎস্থ স্ট করিয়া নাতি মারিয়া তাড়াইলে, সেইদিন হইতেই আমি পাগল হইয়াছি। আমি আপনি বিষ খাইতে গিয়াছিলাম—একটা তহিলাদের কথা মনে পড়িল—সে বিষ আপনি না খাইয়া তোমাকে কি তোমার কুন্দকে খাওয়াইব । সেই ভরস{য় কয়দিন কোন মতে তামার পীড়া লুকাইয়। রাখিলাম—আমার এরোগ কখন আসে, কখন যায়। যখন আমি উন্মত্ত হইতাম, তখন ঘরে পড়িয়া থাকি- , তাম ; যখন ভাল থাকিতাম, তখন কাজ- ; কৰ্ম্ম করিতাম। শেষে তোমার কুন্দকে ; বিষ খাওয়াইয়া মনের দুঃখ মিটাইলাম। : তাহার মৃত্যু দেখিয়া অবধি আমার রোগ বাড়িল । আর লুকাইতে পারিব না খয়া দেশ ত্যাগ করিয়া গেলাম। " আর আমার অল্প হইল না-পাগলকে । কৈ অন্ন দিবে । সেই অবধি | বিষবৃক্ষ । Vs (षश्रघ्न*न, क्षी:, *२१a ) করি — যখন ভাল থাকি, ভিক্ষা করি ; যখন রোগ চাপে, তখন গাছতলায় পড়িয়া থাকি। এখন তোমার মরণ নিকট শুনিয়া একবার আহলাদ । করিয়া তোমাকে দেখিতে আসিয়াছি । } আশীৰ্ববাদ করি, নরকেও যেন তোমার স্থান না হয় ।” - এই বলিয়া উন্মাদিনী উচ্চহাস্য করিয়া উঠিল। দেবেন্দ্র ভীত হইয়া শয্যার অপর পাশ্বে গেল । হীরা তখন নাচিতে২ ঘরের বাহির হইয়া গায়িতে লাগিল, “স্মরগরল গণ্ডনং মমশিরসি ম গুনং দেহি পদপল্লবমুদারং।” সেই অবধি দেহেন্দ্রের মৃত্যুশমন কণ্টক । ময় হইল । মৃত্যুর অল্পপূর্বেই জ্বর- ; কালীন প্রলাপে দেবেন্দ্র কেবল বলিয়া । ছিল,“পদপল্লবমুদারং” “পদপল্লবমুদরিং ” । দেবেন্দ্রের মৃত্যুর পর কতদিন তাহার উদ্যানমধ্যে নিশীথ সময়ে রক্ষকে ভীতচিত্তে শুনিয়াছিল যে, স্ত্রীলোকে গায়িতেছে,— “স্মরগরল খণ্ডনং মমশিরসি ম গুনং - দেহি পদপল্লবমুদায়ং !" আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম। ভরসা করি, ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে । , d -সমাপ্ত 1, ====ళా