পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(बऋज*न, कt:: २२१> ) বিষবৃক্ষ । يحجيج جوجصوصيكيبيو جحجم= αα» বিষ কোথায় পাইল । তখন সকলেই সন্দেহ করিল যে, হীরার এ কাজ । তখন হীরাকে না দেখিয়া, নগেন্দ্র তাহাকে ডাকিতে পাঠাইলেন। হীরার সাক্ষাৎ পাওয়া গেল না। কুন্দনন্দিনীর মৃত্যুকাল হইতে হীরা অদৃশ্ব হইয়াছিল। সেই অবধি তীর কেহ সে দেশে হীরাকে দেখিতে পাইল না । গোবিন্দপুরে হীরার নাম লোপ হইল। একবার মাত্র, বৎসরেক পরে, সে দেবেন্দ্রকে দেখা দিযাছিল। তখন দেবেন্দ্রর রোপিত বিষবৃক্ষের ফল ফলিয়ছিলু । সে অতি কদৰ্মা রোগগ্রস্ত হইয়াছিল। তদুপরি, মদ্যসেবায় বিরতি না চুওয়ায়, রোগ দুনিবাৰ্য্য হইল । দেবেন্দ্র মৃত্যু শয্যায় শয়ন করিল। কুন্দনন্দিনীর মৃত্যুর পরে বৎসরেক | মধ্যে দেবেন্দ্রেরও মৃত্যুকাল উপস্থিত হইল। মরিবার দুই চারিদিন পূর্বে সে গৃহমধ্যে রুগ্ন শয্যায় উথতিশক্তি রহিত হইয়। শয়ন করিয়া আছে— এমত সময় তাহার গৃহদ্বারে বড় গোল উঠিল । দেবেন্দ্র জিজ্ঞাসা করিল, “কি ?” ভূত্যেরা কহিল যে, “একজন পাগলী আপনাকে দেখিতে যাইতে চাহিতৃেছে। বারণ মানে না।” দেবেন্দ্র অনুমতি করিল, “আমুক ।” 象 উন্মদিনী গৃহমধ্যে প্রবেশ করিল। পদেৰেন্দ্র দেখিল যে, সে “একজন অতি azతో సెన్స్డ3 দীন ভাবাপন্ন স্ত্রীলোক । তাহার উন্মাদের লক্ষণ বিশেয কিছু বুঝিতে পারিল না— কিন্তু অতি দীনা ভিখারিণী বলিয়া বোধ করিল। তাছার বয়স অল্প, এবং পূর্ব লাবণ্যের চিহ্ন সকল বর্তমান রহিয়াছে । কিন্তু এক্ষণে তাহার অত্যন্ত দুৰ্দ্দশ্না। তাহার বসন অতি মলিন, শতধা ছিন্ন, শতগ্রস্তি বিশিষ্ট, এবং এত অল্পায়ত যে তাহা জানুর নীচে পড়ে নাই, এবং তদ্বারা পৃষ্ঠ ও মস্তক আবৃত হয় নাই। তাহার কেশ রুক্ষ, অবেণীবন্ধ ধূলি ধূসরিত— কদাচিৎ বা জটাযুক্ত। তাহার তৈলবিহীন অঙ্গে খড়ি উঠিতেছিল । কাদা পড়িয়াছিল । ভিখারিণী দেবেন্দ্রের নিকটে আসিয়া এরূপ তীব্র দৃষ্টি করিতে লাগিল যে, তখন দেবেন্দ্ৰ বুঝিল, ভূতাদিগের কথাই সত্য—এ কোন উন্মাদিনী । উন্মাদিনী অনেকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, “আমায় চিনিতে পারিলে না ? আমি হীরা ।” দেবেন্দ্র তখন চিনিল, যে হীরা। চমৎকৃত হইয়া জিজ্ঞাসা করিল— “তোমার এমন দশা কে করিল ?” হীরা রোষপ্রদীপ্ত কটাক্ষে অধর ংশিত করিয়া মুষ্ঠিবদ্ধ হস্তে দেবেন্দ্রকে মারিতে আসিল । কিন্তু সম্বত হইয়া কহিল, “তুমি আবার জিজ্ঞাসা কর-g আমার এমন দশা কে কুরিল ? আমার S}ةiي