পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| (गत्रभ*न, कts, s२१* ।) বঙ্গদেশের কৃষক ।

  • @ 6 &

দেশে শীঘ্র যে সামাজিক ধনসঞ্চয় হইবে, তদ্বিষয়ে সন্দেহ নাই । উষ্ণতার দ্বিতীয় ফল, বক্ল এই বলেন, যে তাপধিক্য হেতু লোকের শারিরীক তাপজনক খাদ্যের তত আবশ্যক হয় না । যে দেশ শীতল, সে দেশে শারিরীক তাপজ ক খাদ্যের অধিক আবশ্যক । শারিরীক তাপ শ্বাসগত বায়ুর অমঙ্গলের সঙ্গে শরীরস্থ দ্রবের কার্ববনের রাসায়নিক সংযোগের ফল । অতএব যে খাদ্যে কার্লন অধিক আছে, তাহাঙ্গ তাপজনক ভোজ্য । মাংসাদিতেই অধিক কদিন । অতএব শী ও প্রধান দেশের লোকের মাংসাদির বিশেষ প্রয়োজন । উষ্ণদেশে মাংসাদি অপেক্ষাকৃত অনাবশ্যক-বনজের অধিক আবশ্যক। বনজ সহজে প্রাপ্য—কিন্তু পশুহনন কষ্টসাধ্য, এবং ভোজ্য পশু দুর্লভ । অতএব উষ্ণ দেশের খাদ্য অপেক্ষাকৃত স্থলভ। গাছ স্থলভ বলিয়া শীঘ্র ধনসঞ্চয় 1 ভারতবর্ষ উষ্ণদেশ, এবং তথায় ভূমিও উর্বরা । সুতরাং ভারতবর্ষে অতি শীঘ্র ধনসঞ্চয় হওয়াই সম্ভব। এই জন্য ভারতবর্ষে অতি পূর্ব কালেই সভ্যতার অভু্যদয় হইয়াছিল। ধনাধিক্য হেতু একটা সম্প্রদায় কায়িক পরিশ্রম হইতে অবসর হইয়া, জ্ঞানালোচনায় তৎপর হইতে পারিয়াছিলেন। তাহা :দিগুৈর ੋਬਿੱਛੇ ও প্রচারিত জ্ঞানের কারণেই ভারতবর্ষের সভ্যতা । পাঠক. বুঝিয়াছেন যে, আমরা ব্রাহ্মণদিগের কথা বলিতেছি । কিন্তু এই রূপ প্রথমকালিক সভ্যতাই ভারতীয় প্রজার দুরদৃষ্টের মূল । যে২ নিয়মের বশে অকালে সভ্যতা জন্মিয়ছিল, সেই সেই নিয়মের বশেই তাহার অধিক উন্নতি কোন কালেই হইতে পারিল না ;—সেই সেই নিয়মের বশেই সাধারণ প্রজার দুর্দশা ঘটিল। প্রভাতেই মেঘাচ্ছন্ন । বালতর ফলবান হওয়া ভাল নহে । • যখন জনসমাজে ধনসঞ্চয় হইল, তখন “ কাজে কাজেই সমাজ দ্বিভাগে ভক্ত হইল। এক ভাগ শ্রম করে ; এক ভাগ শ্রম করে না । এই দ্বিতীয় ভাগের শ্রম করিবার আবশ্যকতা নাই বলিয়া তাহার করে না ; প্রথম ভাগের উৎপাদিত অতিরিক্ত খাদ্যে তাহদের । ভরণপোষণ হয় । যাহারা শ্রম করে না, তাহারাই কেবল সাবকুশ ; সুতরাং - চিন্তা, শিক্ষা ইত্যাদি তাহাদিগেরই একাধিকার। যে চিন্তা করে, শিক্ষা পায়, অর্থাৎ যাহার বুদ্ধি মার্জিত হয়, সে । অন্যাপেক্ষ যোগ্য, এবং ক্ষমতাশালী হয় । সুতরাং সমাজ মধ্যে ইহুদিগেরই প্রধানত্ব হয়। স্বাহার শ্রমোপজীবী, তাহারা ইহাদিগের বশবৰ্ত্তী হইয়া জুম করে। তাহাদিগের জ্ঞান ও বুদ্ধির দ্বার - ----------------و - স্বা, লু