পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Toe ® w শ্রমোপজীবির উপকৃত হয়, পুরস্কার স্বরূপ উহারা শ্রমোপ জীবীর অর্জিত ধনের অংশ গ্রহণ করে ; শ্রমোপজীবীর ভরণপোষণের জন্য যাহা প্রয়োজনীয়, তাহার অতিরিক্ত যাহা জন্মে, তাহ উহাদেরই তাতে জমে। অতএব সমাজের যে অতিরিক্ত ধন, তাহা ইহাদেরই হাতে সঞ্চিত হইতে থাকে। তবে, দেশের উৎপন্ন ধন দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ শ্রমোপজীবীর, এক ভাগ বুদ্ধোপজীবীর । প্রথম ভাগ, “মজুরির বেতন,” দ্বিতীয়ভাগ বালসায়ের “মুনাফা ”ংঃ আমরা, “বেতন” ও “মুনাফা,” এই ਯੂਕ੍ਰੇ নাম ব্যবহার করিতে থাকিব। "মুনাফ” বুদ্ধোপজীীদের ঘবেই থাকিবে । শ্রমোপ বঙ্গদেশের কৃষক । জীবীর “বেতন” ভিন্ন মুনাফার কোন : অংশ পায় না । শ্রমোপঞ্জীর সংখায় i t ; i য তষ্ট হউক না কেন উৎপন্ন ধনের যে অংশটি বেতন. সেইটিই তাহদের ; মধ্যে বিভক্ত হইবে, “মুনাফার” মধ্য | হষ্টতে এক পয়সাও তাহারা পাইলে না । মনে কর, দেশের উৎপন্ন কোট মুদ্রা ; স্তন্মধ্যে পঞ্চাশ লক্ষ “বেতন” পঞ্চাশ লক্ষ “মুনাফা" । মনে কর দেশে পচিশ লক্ষ শ্রমোপজীবী । তাহা হইলে এই প্রঞ্চাশ লক্ষ যুদ্র “বেতন” পচিশ লক্ষ লোকের মধ্যে ভাগ হইবে, প্রত্যেক ‘ੁਰੂ “ভূমির কর” এবং "হৃদ" ইঙ্গার अस्वर्णङ ७ গুহে বিবেচনা করিতে হইবে । সংক্ষেপঃভিপ্ৰায়ে 'আমg:সঙ্কর লা স্বদের উল্লেখ করিলাম ন । f 璽予 r • ; 4. (शत्रश्न-मि, शt:. १३१० ॥ শ্রমোপজীবির ভাগে দুই মুদ্রা পড়িবে। মনে কর, হঠাৎ ঐ পচিশ লক্ষ শ্রমোপজীবির উপর আর পচিশ লক্ষ লোক কোথা ইহতে আসিয়া পড়িল। তখন পঞ্চাশ লক্ষ শ্রমোপঞ্জীবী হইল । সেই পঞ্চাশ লক্ষ মুদ্রাষ্ট ঐ পঞ্চাশ লক্ষ লেকের মধ্যে বিভক্ত হইবে । যাহা “মুনাফা”, তাহার এক পয়সাও উহাদের প্রাপ্য নহে, সুতরাং ঐ পঞ্চাশ লক্ষ মুদ্রার বেশী এক পয়সাও তাঁহাদের মধ্যে বিভাজ্য নহে। সুতরাং এক্ষণে প্রতোক শ্রমোপজীপীর ভাগ দুই মুদ্রার পরিবর্তে এক মুদ্রা হইবে । কিন্তু দুই মুদ্রাই ভরণ পোষণের জন্য আবশ্যক বলিয়াই, তাহা পাটত । তাত বে এক্ষণে তাহীদের গ্রাসচিছাদনের কস্টে বিশেষ দুৰ্দশ s.ই লে । যদি ঐ লোকগিমের সঙ্গে ২ অlর কোটি মুদ্রা দেশের ধন বৃদ্ধি হই ত, তাহ হইলে এ কষ্ট হইত না । পঞ্চাশ লক্ষ মুদ্র বেতন ভাগের স্থানে লক্ষ মুদ্র বেতন ভাগ হইত। তখন লোক বেশী আসাতেও সকলের দুই টাকা করিয়া কুলাইত । অতএব দেখা যাইতেছে যে, লোক সংখ্যা বৃদ্ধি শ্রমোপজীবীদের মহৎ অনিষ্টের কারণ। যে পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি হয়, “যদি , সেই পরিমাণে দেশের ধনও বৃদ্ধি পায়, তবে শ্রমোপ