পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(बष्क्रश्चानि, क्षi३,*११• ) THREE YEARS IN EUROPE. 蛾 اقوام به জ্বর উৎপন্ন হয় ; বসন্থের বীজে বসন্ত করিবে। ডাক্তার যতই অস্ত্র পরিষ্কার •জন্মে ; ওলাউঠার বীজে ওলাউঠা ; রাখুন না কেন, অদৃশ্য ধূলি পুঞ্জের ইত্যাদি । কিছুতেই নিবারণ হয় না। কিন্তু ইহার .৪ । পীড়া বীজে কেবল সংক্রামক একটি সুন্দর উপায় আছে। ডাক্তারের রোগ উৎপন্ন হয়, এমত নহে । ক্ষতাদি প্রায় তাহ অবলম্বন করেন। কার্বালিক যে শুকায় না, ক্রমে পচে, দুর্গন্ধ হয়, আসিড নামক দ্রাবক বীজঘাতী ; তৃtহ দুরারোগ্য হয়, ইহাও অনেক সময়ে এই | জল মিশাইয়া ক্ষত মুখে বর্ষণ করিতে সকল ধূলিকণা রূপী পীড়া বীজের জন্য থাকিলে প্রবিষ্ট বীজ সকল মরিয়া যায়। ক্ষত মুখ কখনই এমত আচ্ছন্ন রাখা ; ক্ষত মুখে পরিষ্কৃত তুলা বাধিয়া রাখিলেও যাইতে পারে না, যে অদৃশ্ব ধূলা তাহাতে অনেক উপকার হয়; কেননা তুলা বায়ু লাগিবে না নিতান্ত পক্ষে তাহা ; পরিদ্ধত করিবার একটি উৎকৃষ্ট ডাক্ত রের অস্ত্র মুখে ক্ষত মধ্যে প্রবেশ ! পায়। இ. THREE YEARS IN EUROPE.3% আমরা স্বীকার করিয়াছিলাম যে, এই ; তিন বৎসরে যে সকল পত্র লিখিয়াগ্রন্থখানি সবিস্তারে সমালোচিত করিব। ! ছিলেন, তাহার কিয়দংশ সংগ্ৰহ করিয়া অবকাশাভাবে এ পর্যন্ত অভিপ্রায় সিদ্ধ ; পুস্তকাকারে প্রকাশ করিয়াছেন। করিতে পারি নাই । পাঠকের ক্রটি মার্জনা করিবেন। સ્વઃ এ দেশীয় কোন সুশিক্ষিত ব্যক্তি, সন ১৮২৮ সালে ইংলণ্ডে গমন করেন । তথায় তিন বৎসর অবস্থিতি করেন । ইংলণ্ড হইতে সহোদরকে পত্র লিখিতেন। • Three years in Europe, ಪ್ಲೀìng Ex tracts from Letters sent from Europe. Calcutta, I. C. Bosé & Co. 1872, পুস্তকে লেখকের নাম প্রকাশিত হয় নাই । 始 এই রূপ একখানি গ্রন্থের বিশেষ প্রয়োজন ছিল । ইংরাজি শিক্ষার প্রসাদে আমরা ইংরাজি গ্রন্থাদি হইতে, ইংলণ্ডের বিষয় অনেক অবগত হইয়াছি, এবং এখানেও অনেক ইংরাজ দেখিতে পাই । তথাপি, অন্ধ যেমন স্পর্শের স্বারা হস্তির আকার অনুভূত করিয়াছিল'