পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMAAAA • ॐीझर्भ । evs বৃহৎ গ্রন্থ। তাহার স্থানে২ কবি বিলক্ষণ পাণ্ডিত্য প্রকাশ করিয়াছেন। দ্বাদশ সর্গে সরস্বতী কর্তৃক পঞ্চনল বর্ণনে বাক্যালঙ্কারের এক শেষ উদাহরণ প্রদশিত হইয়াছে এবং শেষ সর্গে “নলস্ত সন্ধ্যা বর্ণনং” “তমো বর্ণনং” “চন্দ্র বর্ণনং” প্রভৃতি বর্ণন গুলি অতীব মনোহর । এই সকল দৃষ্টে শ্ৰীহৰ্ষ এক জন অদ্বিতীয় কবি ছিলেন, বিবেচনা হয় । কিন্তু দুঃখের বিষয়, তাহার রচনা অত্যন্ত অতুক্তি দোষে দূষিত। এতদ্বিধায় আমরা বঙ্গদেশীয় অধ্যাপক গণের স্যায় “উদিতে নৈষধে কাব্যে ক মাঘ ক চ ভারবি:” বা “নৈধধে পদলালিত্যংP খলিতে পারিলাম না । তাহার মাতুল প্রসিদ্ধ আলঙ্কারিক মন্মটভট্ট বলিয়াছিলেন, যদি র্তাহার “নৈষধ” “কাবা প্রকাশ” রচনার কিছু কাল পূৰ্ব্বে রচিত হইত, তাহ হইলে তিনি এক নুৈষধের শ্লোক লইয়া সমুদায় দোষ পরিচ্ছেদটি লিখিতেন এ রূপ কিংবদন্তী আছে যে শ্ৰীহৰ্ষ তাহার মাতুলালয়ে অবস্থিতি করিয়া কাব্য লিখিতেন এবং একটী শ্লোক রচনা করিয়াই তাহা তৎক্ষণাৎ পরিবর্তন করিতেন, তদৃষ্টে র্তাহার মাতুল ভাবিলেন যে, এরূপ করিলে এক খানি কাব্য বহুকাল মধ্যে সম্পূর্ণ হইবে কি না, সন্দেহ ; এজন্য তাহার মার্জিত বুদ্ধি f్వల్ সন্ধি চিত্ত যাহাতে আর না (वक्रम**. यां* - २१* ) থাকে, তজ্জন্ত তাহাকে প্রত্যহ মাস। কলাই ভোজন করিতে দিতেন, ইহাতে ; শ্ৰীহর্ষের বুদ্ধি ক্রমে স্থূল হইয়া উঠিল এবং কাব্য গুলির রচনা সংশোধন আবশ্যক হইল না। শ্ৰীহৰ্ষ তাহার বুদ্ধির প্রখরতা হ্রাস হওয়ায় আক্ষেপ করিয়া কহিলেন, “অশেষ শেমুখী মোষ মাস মগ্নামি কেবলং” অর্থাৎ সকল বুদ্ধি বিনাশক মাস কলাই মাত্ৰ খাইছেছি । মাস কলাই খাইয় যে বুদ্ধি নাশ হয়, ইহা শুনিয়া অনেকে হাস্য করিতে পারেন এবং তাহা হইলে নিত্য মাস কলাই ভোজী রাঢ় দেশীয় অধ্যাপকগণ ঘোর মুখ হইতেন । - শ্ৰীহৰ্ষ কবি এবং দার্শনিক। একাধারে এই দুই বিষয়ে পারদর্শিত প্রায় দেখা যায় না। তাহার “খগুন খণ্ড খাদ্য” গোতমীয় স্যায় শাস্ত্রের খণ্ডন গ্রন্থ । এখানি অতি কঠিন । বঙ্গদেশীয় অতি অল্প ব্যক্তি ইহার অধ্যাপন করেন । শ্ৰীহৰ্ম “নৈষধ” এবং “খণ্ডন খণ্ড খাস্ত” ব্যতীত “স্থৈৰ্য্য বিবরণ,” “গোঁড়াধিলা: কুল প্রশস্তি,” “অর্ণব বর্ণন,” “ছন্দ প্রশস্তি,” “বিজয় প্রশস্তি,” “শিব শক্তি সিদ্ধি বা শিবভক্তি সিন্ধি” এবং “নবশাহ সঙ্ক চরিত” রচনা করিয়াছেন। এ গুলি অত্যন্ত বিরল প্রচার । শ্ৰীহৰ্ষ খঙ্গদেশীয় চট্টোপাধ্যায় বংশের আদি পুরুষ ; কিন্তু দুঃখের বিষয় ৰে नःिच_ञ्ज्ञं ol.