পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

घैङ् । ومونه | কুলাচার্যগণ র্তাহার পরিচয় কিছু | জ্ঞাত নহেন । । _ কাশ্মীরাধিপতি শ্ৰীহৰ্ষ দেব “রত্নাবলী নাটিকা” প্রণেতা। কেহ২ বলেন, ধাবক, ঐহর্ষ দেবের নিকট অর্থ লইয়া র্তাহার নামে “রত্নাবলী” প্রতিষ্ঠিত করেন, যথা :– শ্ৰীহৰ্ষাদের্ধাবকাদীনামিব ধনম্। কাব্য প্রকাশ ঐহুর্ষে রাজা। ধাবকেন রত্ন বলীং নাট্যকাংতল্লামা কৃত্ব বহুধনং - লন্ধম্। ইতি প্রকাশাদর্শে মহেশ্বরঃ । ধাবক কবিঃ সহি শ্ৰীহৰ্ষ নাম্না রত্নাবলীং কৃত্ব বহুধনং লব্ধবান। শ্ৰীহৰ্ষাখাস্ত রাজ্ঞে নাম রত্নাবলী নাটিকা কৃত্বা নাগেশ ভট্ট । ধাবকাখ্য কবিৰ্ব্বহুধনং লন্ধবান ইতি প্রসিদ্ধম্। প্রকাশ প্রভায়াং "বৈদ্যনাথঃ তথা “ধাবকনাম কবিঃ স্বকৃতাং রত্নাবলীং নাম নাটকং বিক্রীয় শ্ৰীহৰ্ষ নামো ৰূপাৎ বহুধনং প্রাপেতি পুরান বটত্তম্” ইতি প্রকাশ তিলকে জয়রাম । এ সকল গুরুতর প্রমাণ সত্বেও আমরা “রত্নাবলী” ধাবক কৃত বলিতে অপারক হুইতেছি ; কেননা ধাবক মহা কবি কালিদাসের পূর্বে বর্তমান ছিলেন; যথা কালিদাসের" মালবিকাগ্নিমিত্রের” প্রস্তাবনায়— | —প্রথিতয়শসাং ধাবক 'সৌমিল্ল কৰিখুত্রা| দীনাং - প্ৰবন্ধানতিক্রমন্ত বর্তমান কবে; ! কালিম্মলন্ত কৃতে কিং রুতে বহুমান। ধাবক একজন আলঙ্কারিক । তাহার কৃত কোন সুস্থ এক্ষণে বর্তমান নাই। সৰি শাসন করেন; কিন্তু এই 4 ত্যসার প্রভৃতি গ্রন্থে তাহার নামোল্লেখ আছে। সাহিত্যসারে লিখিত আছে, ধাবক মন্ত্র বলে কবিত্ব শক্তি লাভ করিয়াও | অতি দরিদ্র ছিলেন ; তৎপরে এক শত | সর্গে “নৈষধীয়” রচনা করিয়া রাজা | শ্ৰীহর্ষের সমীপ হইতে পুরস্কার স্বরূপ নিষ্কর ভূমি লাভ করেন । ইহা কতদূর সত্য, তাহা আমরা বলিতে পারি না । আমাদিগের এক মাত্র মুক্তিদায়িনী “রাজ তরঙ্গিণীর” মতে ঐহর্ষ নানা দেশ ভাষাজ্ঞ ও সৎ কবি যথা ৮ তরঙ্গে— সোংশেষ দেশ চাষাজ্ঞঃ সৰ্ব্বভাষাস্থসংকবি । কৎশ্রবিজ্ঞানিধি প্রাপখ্যাতিং দেশান্তরে স্বপি । শ্রীহর্মের গ্রন্থের নাম “রাজতরঙ্গিণী” মধ্যে নাই। তথাপি তিনি যে রত্নাবলী ও নাগানন্দ রচনা করিয়াছিলেন, তদবিষয়ে সংশয় করা অস্থায় । বাণ ভট্টকে কেহ কেহ “রত্নাবলী” রচক বলেন। তাহার এই মাত্র কারণ তৎকৃত “হর্ষচরিতের” প্রারস্তে এবং রত্নাবলীর স্বত্রধর মুখে “দ্বীপাদস্যস্নাদপি” এই এক রূপ | শ্লোকারস্ত দেখিয়াই সংশয় হইয়াছে। ] ইহাতে বাণভট্টকে রত্নাবলী প্রণেতা বলা কতদূর সঙ্গত, বিজ্ঞ পাঠক বর্গ বিবেচনা করিবেন। মহা মহোপাধ্যায় উইলসন সাহেব কহেন, শ্ৰীহৰ্ষদেব ১১১৩. হইতে | ১১২৫ খ্ৰীষ্টাব্দের মধ্যে কাশ্মীর রাজ: কাল নিরূপণ | SAAAAAA AAAA MMAAAS S