পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাই, বা বুঝিতে পারেন নাই, বা প্রাকৃতিক বিজ্ঞানে সম্যক অধিকারী নহেন। সেই আশ্চর্য্য গ্রস্থের সম্যক জুমালোচনা করিলে এ বিষয়ে অল্প সংশয় থাকে । অতএব পূর্বকালিক বানরেন মনুষ্যজাতির পূর্বপুরুষ, এবং বর্তমান বানরেরা . আমাদের কুটুম্ব। ভরসা করি, ভবিষ্যতে ক্রিয়া কাণ্ডে তাহাদিগের নিমন্ত্রণ হইবে । আমরা নিশ্চিৎ বলিতে পারি, অনেক মনুষ্য কুটুম্ব অপেক্ষ তাহারা সুসভ্য। সুন্দরী পাঠকারিণীদিগকে স্মরণ করিয়া দিই, যে ইহাদিগের সহিত র্তাহাদের ভাই সঙ্গন্ধ-ভ্ৰাতৃদ্বিতীয়ার দিন ভুল না হয়.। • রহস্য ত্যাগ করিয়া আমরা পাঠকদিগকে অনুরোধ করিতেছি যে, যিনি সক্ষম, তিনি ডারুইনের বিস্ময়কর গ্রন্থ যদি না পড়িয়া থাকেন, তবে পাঠ করিবেন । র্যাহারা সক্ষম নহেন,তাহাদিগকে আমরা অবকাশ ক্রমে তদ্বিষয়িণী সমালোচনা উপহার প্রদান করিব, ইচ্ছা আছে। এক্ষণে আমরা তাহার স্থূল মৰ্ম্ম ত্যাগ করিয়া, তাহার জামুষঙ্গিক কথা হইতে বানরদিগের স্বভাব সম্বন্ধীয় কয়েকটি প্রসঙ্গ সঙ্কলিত করিলাম। মনুষ্যদিগের যে সকল পীড়া হয়, তাহার দুই একটি কোনং পশুরও হইয়া থাকে-rধগু বসন্ত । . কিন্তু অনেকগুলি ●"ゲ@ মামুসিক পীড়াই অন্য পশুর হয় না। পে রূপ পীড়া কতক২ কেবল বানরদিগেরই হইয়া থাকে। রেঙ্গর দেখিয়াছেন যে, আমেরিকা নিবাসী এক জাতীর *İNTER (Cebus Azaroe.) “Myst" হয়। মামুয্যের মত, তাহার পৌনঃপুন্যে যক্ষাদি হইয়া থাকে । মৃগী, অন্ত্রপ্রদাহ, ও চক্ষে ছানিও উহাদের রোগ। “দুধে দাত পড়িবার সময়ে ঐ জাতীয় অনেক বানরশাবক জ্বররোগে মরিয়া যায়। মনুষ্য ব্যবহার্য্য ঔষধে তাহারা আরোগ্য লাভ করে । . অনুেক জাতীয় বানর চা কাফি এবং মদ্য ভাল বাসে । ডারুইন সাহেব স্বচক্ষে দেখিয়াছেন যে, বানরেরা তামাকু সেবন করিয়া সুখ বোধ করে। ইহা পড়িয়া আমাদিগের বড় দুঃখ হইয়াছে। না জানি, { এই তামাকু প্রিয় বাবুর হুক কলিকা তামাকু এবং টিকার অভাবে বনমধ্যে কতই কষ্ট পান । র্যাহারা দানশেও, র্তাহাদিগকে অনুরোধ করি, বৎসর২ | কিছুই হক, কলিকা, টিকা ও তামাকু - বনমধ্যে প্রেরণ করিবেন । অধিক বেতন দিলে খানসামাও নিযুক্ত হইতে পারে। সে যাহা হউক, এই বুনরেরা যে অনেক বি, এ, এম, এ প্রভৃতি পণ্ডিত্যাভিমানী । মমুন্য অপেক্ষ বিজ্ঞ, এবং স্থলভ্য, তষিয়ে আমাদিগের সংশয় নাই। : ব্ৰেহ্ম বলেন যে, পূর্ব দক্ষিণ আফ্রিকা ।