পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و به | বানরচরিত। (बश्रणुन्,“हिts, $११s ।) 1 নিবাসীরা “বিয়ার” নামক श्ोत्र লোভ দেখাইয়া বন্য বানরদিগকে ধৃত করে । পাত্রে করিয়া “বিয়ার” বাহিরে রাখিলে, | বহু বাবুরা আসিয়া তাহ পান করিয়া | উন্মত্ত হয়েন। এটুকু তাহদের সাহেবি মেজাজ বলিতে হইবে—বাঙ্গালি মেজাজ হইলে, ব্রাণ্ডি ভাল বাসিতেন। ব্ৰেহ্ম স্বয়ং | এই মদ্যপদিগের ও “খোওয়ারি” যন্ত্রণা { হইয়াছিল। তখন তাহারা বিমর্ষ ভাবে | রহিল, সহজে রুষ্ট হইতে লাগিল, দুই হস্তে পীড়িত শিরঃ ধরিয়া অত্যন্ত দুঃখ| ব্যঞ্জক ভাব ধারণ করিয়া রহিল, পুনশ্চ মদ্য প্রদত্ত হইলে তাহাতে বিরক্তি | প্রকাশ করিল ; কিন্তু লেবুর রস ইচ্ছ পূর্বক খাইতে লাগিল। আমেরিক | এক জাতীয় এক বানর একবার মদ্য পান করিয়া উন্মত্ত হইয়াছিল, পরে তাহাকে মত প্রদান করিলে সে আর স্পর্শ করিত না। মনুষ্য পশু অপেক্ষ এই বানর পশুকে বিজ্ঞ বলিতে | श्शब। जरुडः इश शैकब्र कब्रिाङ cহইবে . যে, ৰঙ্গদেশে এই রূপ টেম্পরেন্স সোসাইটির বিশেষ উপকার দর্শিত। g এই সকল পাঠ করিয়া অনেকের শান্তিপুরের বিখ্যাত অহিফেণপ্রিয় বানরের কথা মনে পড়িবে। সে গল্প । অলীক কি না, তাহা আমরা জানি না— কিন্তু সম্পূর্ণ বিশ্বাস ষোগ্য বটে। বানরে চরস গীজ কখন খাইয়াছে কি না, তাহা জানা নাই, কিন্তু স্বন্দর বনে আবকারির দোকান করিলে কি রূপ দাড়ায় বলা যায় না । বানরের “ইয়ারকি” সম্বন্ধ এইরূপ। তাহাদিগের স্নেহ ও বলের কয়েকটি উদাহরণ সঙ্কলিত হইতেছে। রেঙ্গন কোন বানরকে শাবকের অঙ্গ হইতে সযত্নে মাছি তাড়াইতে দেখিয়াছেন। দুবসেল দেখিয়াছেন যে Hylobates জাতীয় কোন বানর নদীর জলে সন্তানের মুখ ধৌত করিয়া দিতেছে। ব্রেহ্ম উত্তর . আফ্রিকায় দেখিয়াছেন যে, কয়েকটি বানরী অপত্য শোকে প্রাণ ত্যাগ l. করিয়াছে। ইহা শুনিয়া কে ‘মমুম্বাত্ব’ লইয়া গৰ্ব্ব করিবে ? - কে বা আর বানর বলিলে গালি মনে কলিৰে ? বানরেরা মম্বাদি স্মৃতি অধ্যয়ন করিয়াছে কি না, বলিতে পারি না ; কিন্তু তাছাৱা পৌত্মপুত্র গ্রহণ করিয়া থাকে। মাতৃ পিতৃহীন বানর শিশু অষ্ঠ বানর বানরী কর্তৃক প্রতিপালিত হইয়া থাকে ।