পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(वक्रे4न, چt:, ۹ ج چx ( अश्वंatष्व সংক্ষিপ্ত সমালোচন। • 娜 •. প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । ঐতিহাসিক নবদ্যাস। অঙ্গখণ্ড। | দিন দিন অল্প হউক। এরূপ লেখক- | মাধবমোহিনী । শ্ৰীগজপতি রায় দ্বারা সঙ্কলিত। কলিকাতা সুচারু যন্ত্র । গ্রন্থকার ভূমিকায় লিখিয়াছেন, “অগ্ৰে ধনাঢ্য লোকের এক২ জন করিয়া কথক (গল্পবক্তা) থাকিত, প্রতি দিবস সন্ধ্যার পর নগর ও গ্রাম ভেদে পল্লীস্থ ও গ্রামস্থ . প্রায় সমস্ত লোকের স্ব২ দৈনিক কাৰ্য্য সমাধা করিয়া ঐ ধনাঢ্য লোকের বৈঠকখানায় মিলিত হইয়া বহুবিধ রঙ্গরস ঘটিত গল্প শ্লোকাদি শ্রবণ করিয়া উপজীবিকার শ্রম দূর করিত। এক্ষণে | সে চাল অlর নাই, এক্ষণে স্ব২ প্রধান "আপনি আর কপণি' কিন্তু উপজীবিকার্থে সেই প্রকার পরিশ্রম করিতে হয়, সন্ধ্যার পর বাটা আমিয়া শ্রম দূরার্থ ইচ্ছা সেই প্রকারে বলবতী, কিন্তু উপায় অভাব, সেই অভাব পূরণার্থ নিবন্যাসাদির উৎপত্তি । ” বোধ হয়, এই কথার পর গ্রস্থের কোন পরিচয় দিতে হইবে না। যদি এমত শ্রেণীর কোন পাঠক থাকেন, যে এরূপ উদ্দেশ্যে লিখিত গ্রন্থ পাঠ করিতে } ইচ্ছা করেন, তিনি পাঠ করুন। কিন্তু আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি, ( * নীচাশয় লেখকদিগের সংখ্যা দিগের দ্বারা সাধারণের কোনু মঙ্গল | সিদ্ধ হয় না বরং অমঙ্গল জন্মে । এ শ্রেণীর লেখক ও পাঠকউভয়কেই | আমাদিগের একটি একটি কথা বলিবার | আছে , লেখকদিগকে বক্তব্য এই যে, যতই যত্ন করুন না কেন, তাহারা কখন | ভাড় ও কথকদিগের সমকক্ষ হইতে | পরিবেন না। কেননা ভীড়ের মুখভঙ্গী, | অঙ্গভঙ্গী, স্বরবিকৃতি প্রভৃতির দ্বার | যে প্রকার লোকের মনোহরণ করিত, | ঘ্যান২ করিয়া এ প্রকারের উপন্যাস | পাঠ করিয়া কাহারও সে রূপ চিত্তরঞ্জন | হইবার সম্ভাবনা নাই। অতএব এই রূপ | উদ্দেশ করিয়া যাহারা উপন্যাস লেখেন, । র্তাহাদিগের স্থান কথক ও ভীড়ের নিম্ন পদবীতে । * : ঐ শ্রেণীর পাঠকদিগের প্রতি আমাদের | বক্তব্য এই যে, যে অভাব পূরণ করিবার | অভিপ্রায়ে তাহারা এরূপ গ্রন্থপাঠ করি | বেন, সে অভাব তাস খেলা প্রভূতির দ্বারা | তদপেক্ষা উত্তমরূপে পূর্ণ হইতে পারে।" | একখানি গ্রন্থ এক স্টাক বার আনার | কমে কিনিতে পাওয়া যায় না, এক জোড়া ভাস চাঁর জানায় পাওয়া যায়. গ্রন্থখানি একবার পড়িলে , আর ভুল ఉ RSవానా ---گا۔ ساس- سس۔ 2s,