পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«»s প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । YSJJJSeSDSDSAAAAAA SAAAAA AAAA MAMMAAA AAAASAAA SS AAAAS (बक्रमशीन, कोई * २१> 1) কাজে কাজেই আজিও অনেকের কাছে ইতর বৃত্তি বলিয়া গণ্য । এই লেখকের উক্তি বিচারাগারে এবং অন্ত প্রকারে দণ্ডনীয় । যে সকল গ্রন্থকার ভিক্ষার জন্ত গ্রন্থ প্রণয়ন করেন, তাহাদিগকে ইহা বলিয়া দিবার আবশ্যক হইল যে মহারাণী স্বর্ণময়ীর নিকট প্রাপ্তি কামনায় পরনিন্দাঘটিত তোষামোদের প্রয়োজন নাই। বিনা তোষামোদেও তিনি দান করিয়া থাকেন । 锡 সৌদামিনী উপাখ্যান শ্রীউমেশ চন্দ্র बक्लनडौं প্রণীত ও প্রকাশিত । কলিকাতা, ঈশ্বরচন্দ্র বহু কোং । এখানি কাব্য। ইহাতে প্রশংসার কিছুই পাইলাম না । অনেক স্থলেই চৰ্বিবত চৰ্ব্বণ মধ্যে২ অনু প্রাসের ঘটা । তজ্জন্য অর্থ খুজিয়ী পাওয়া যায় না । গান্ধারী বিলাপ কাব্য। শ্ৰীভুবন মোহন ঘোষ প্রণীত । কুরুক্ষেত্র সমরে রাজা দুর্যোধন হত হইলে তাহার মৃত্যু সম্বাদ প্রাপ্ত হইয়া গান্ধারীর বিলাপ এই কাব্যে সবিস্তর বর্ণিত হইয়াছে। ইহার অর্থ বুঝিতে হইবে যে, ঐ সম্বাদ পাইলে গান্ধারী যে বিলাপ করিয়াছিলেন, তাহাই বর্ণিত হইয়াছে। - পুত্রের জন্য মাতার বিলাপ ৪০ পৃষ্ঠা লিখিলে কখনই ভাল হয় না। স্থানে২ নিতাস্ত মন্দ হয় নাই । ’অনেক স্থান ভাল নহে। ছন্দোবন্ধ ভাল। ੋਨ਼= প্রমীলাবিলাস। গুপ্তপল্লী নিবাসি শ্ৰীমহিমাচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত। ঐরামপুর আলফ্রেড প্রেস । এখানিও কাব্য । কাব্য খানি কোন ংশে ভাল নহে। লেখকের কবিত্ব এবং তাহার ভাবের নবীনত্বের পরিচয় স্বরূপ কয়েক পংক্তি উদ্ধৃত করিলাল । “হেরিয়া বেণীর শোভা, জগজন মনোলোভ, বিবরে লুকায় ফণী হইয়া অধীর । বদন না তোলে আর, মাথা কুটি বর বার, করিয়াছে চক্রসম আপনার শির ॥ কামের ধনুক জিনি, ভুব্ধ ধরে বলাসিনী, বসন্তু বেদক৷ সম ললাট রুচির । হেরিয়া চিকুর চয়, কাদম্বল পেয়ে ভয়, বাতাসে উড়িয়া শেষে হইল। অস্থির ॥” নলদময়ন্তী কাব্য। ঐকিশোর- i লাল রায় বিচরিত। কলিকাতা, স্কুলবুক ! C || অশুভক্ষণে মহাভারতকার নলদময়ন্তীর উপাখ্যান সেই মহাভারত মধ্যে স্বাস্ত ! করিয়াছিলেন । এই উপস্যাসের জ্বালায় মুদ্রাযন্ত্র দুমুল্য হইয়া উঠিল। যাহার কোন বিশেষ কাৰ্য্য না থাকে, তিনিই নলদময়ন্তীর কথা লেথে ঐক্ষণে জলের কল, মিউনিসিপল বিল, রোড সেস, প্রভৃতি অনেক লিখিবার বিষয় হুইয়াছে— ভরসা করি, আর কোন কাব্যকার নলদময়ন্তীকে লইয়ু টাটুটানি করিবেন নী । $ . | ” ء - x