পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 最 | ( बधश्निन, श्ts: $२१• । ) বর্তমান গ্রন্থের একটি গুণ আছে— "গ্রন্থ পরিচায়ক বিজ্ঞাপনটি ক্ষুদ্র। আমরা তাহা উদ্ধৃত করিলাম । . “বহুদিন পর্য্যন্ত অামার একখানি কাব্য রচনা করিবার অভিলাষ ছিল, কিন্তু তাহাতে কৃতকাৰ্য্য সম্প্রতি এই ক্ষুদ্র অনবকাশ বশতঃ হইতে পারি নাই । কাব্য খানি সজ্জনগণের সন্তোষ সাধনার্থ ও তরুণ বয়স্কদিগের সসম্মদ উপদেশ লাভার্থ প্রণয়ন করতঃ বিদ্বানগণের পরিতোষ প্রতীক্ষায় সিদ্ধকাম হইতে পারিলাম কি না, তদ্বিষয়ে জিজ্ঞাসু থাকিলাম।”. এতৎসম্বন্ধে আমাদের কয়েকটি কথা 可忆豆1。 - ১। বহুকাল হইতে কিশোর বাবুর কাবা রচনার অভিলাষ ছিল । সকল অভিলাষই কি পূর্ণ করিতে হয় ? যিনি hবহুকালেৰ অভিলাষ নিবারণ করিতে পারেন, তিনি আত্মজয়ী। আমরা কিশোরীলাল বাবুকে পরামর্শ দিই, তিনি ভবিষ্যতে সকল অভিলাষ পূর্ণ করিবেন না । তাহাতে যে দোষ, নলদময়ন্তী কাব্যই তাহার প্রমাণ । ২। র্তাহার উদ্দেশ্য দুইটি দেখা যাইতেছে, “সজ্জনগণের সন্তোষ সাধন” এবং “তরুণবয়স্কদিগের সসম্মদ উপদেশ লাভ ” প্রথমু উদেশ্বটি বুঝিতে প্লারিয়ছি-গ্রন্থকার সজ্জনগণের সন্তোষ প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন &సి? সাধন করিতে চাহেন। কিন্তু দ্বিতীয়টি বুঝিতে পারি নাই—তিনি কি “তরুণবয়স্কদিগের সসম্মদ উপদেশ লাভ” করাইতে চাহেন ? যদি তাহা হয়, তবে র্তাহার বিবেচনায় প্রশংসা করিতে পারি না । নলদময়ন্তীর উপাখালি হইতে “সসম্মদ উপদেশ” লাভ কবিতে পারে, এমন ছেলে প্রায় আমরা দেখি নাই । ৩। তিনি উক্ত উদ্দেশ্যে গ্রন্থ প্রণয়ন করিয়াছেন বটে, কিন্তু তদ্বিষয়ে জিজ্ঞাস্থ নহেন । অস্ত্য বিষয় জিজ্ঞাসা করেন। “বিদ্বীনগণের পরিতোষ প্রতীক্ষায় সিদ্ধ কাম হইতে পারিয়াছেন কি না” তাহাই জিজ্ঞাসা করেন। “প্রতীক্ষায় সিগ্ধ কাম” কাহাকে বলে, তাহা আমরা জানি না, সুতরাং আমরা এ প্রশ্নের কোন উত্তর দিতে পারিলাম না। তবে, এ পর্য্যস্ত বলিতে পারি, যে যাহাতে “সজ্জনগণের সন্তোষ” হইবে, তাহাতেই তরুণবয়স্কদিগের সসম্মদ উপদেশ লাভ হইবে: অ বার তাহাতেই“বিদ্বনিগণের পরিতোষ” হইবে, ওরূপ আকাঙক্ষণ করা বড় দুরাশার কাজ। বিশেষ, বিদ্বানগণের পরিতোষ কিছুতেই হয় না । সকল শাস্ত্র অধ্যয়ন করিয়াও তাঁহাদের পরিতোষ জন্মে না। 囑 নিউটন বলিয়ছিলেন যে আমি সমুদ্র তীরে কেবল ঢেলা কুড়াইতেছি মাত্র। যিনি সাত ছত্র পদ্য লিখিতে অক্ষম, - তিনি নলদময়ন্তী কাব্য না লিখিলে ভাল