পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(षुश्र’श्*म, o: રો i) ... • ". SSAS SSAS SSAS SSAS SSAS গ্রামানুসন্ধানে "গেলাম। কিছুদূর গিয়া এক খানি গ্রাম পাইলাম । আমার পিত্রালয় যে গ্রামে, সেই গ্রামের সন্ধান .করিলাম ; আমার শ্বশুরালয় যে গ্রামে, ‘তাঁহাবুও সন্ধান করিলাম। কোন সন্ধান পাইলাম না । দেখিলাম, আমি ইহার ! অপেক্ষ বনে ছিলাম ভাল । একে লজ্জায় মুখ ফুটয়া পুরুষের সঙ্গে কথা কহিতে পারি না, যদি কই, তবে সকলেই আমাকে যুবতী দেখিয়া আমার প্রতি - সতৃষ্ণ কটাক্ষ করিতে থাকে। কেহ ব্যঙ্গ করে- কেহ অপমানসূচক কথা বলে। আমি মনে২ প্রতিজ্ঞা করিলাম, এই খানে মরি, সেও ভাল ; তবু আর পুরুষের নিকট কোন কথা জিজ্ঞাসা করিব না। স্ত্রীলোকের কেহ কিছু বলিতে পারিল না—তাহারাও আমাকে জন্তু মনে করিতে লাগিল বোধ হয়, কেননা তাহারাও বিস্মিতের মত চাহিয়া * রহিল। কেবল এক জন প্রাচীন বলিল, “ম, তুমি কে ? অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরুতে আছে ? আহা মরি, মরি, কি রূপ গা ? -তুমি আমার ঘরে আইস ।” তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া }খাইতে ঢ়িল । সে মহেশপুর চিনিত । তাহাকে আমি বলিলাম যে, তোমাকে টাকা দেওয়াইব—তুমি আমাকে রাখিয়া মাইম, তাহাতে সে কছিল যে, ইন্দির । SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAAASLA SL S A S A S A SAS SS SAAAASAASAASAASAAAS A SAS SSAS SSAS SSAS SSAS ఆ; আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে ? তখন সে যে পথ বলিয়া দিল, আমি সেই পথে গেলাম। সন্ধা | পৰ্য্যস্ত পথ স্থাটিলাম—তাহাতে অত্যন্ত শ্রান্তি বোধ হইল। এক জন পথিককে | জিজ্ঞাসা করিলাম, “হঁ। গ', মহেশপুর এখান হইতে কত দূর ?” সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মত রহিল। অনেক | ক্ষণ চিন্তা করিয়া কহিল, “তুমি কোথা হইতে আসিতেছ?” যে গ্রামে প্রাচীন | আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সে | গ্রামের নাম করিলাম। তাহাতে অথিক কহিল যে, “তুমি পথ ভুলিয়াছ। বরাবর | উলটা আসিয়াছ। মহেশপুর এখান | হইতে দুই দিনের পথ ।” আমার মাথা ঘূরিয়া গেল। আমি | তাহাকে জিজ্ঞাসা করিলাম, “তুমি | কোথায় যাইবে ?” সে বলিল, “আমি | এই নিকটে গৌরীগ্রামে যাইব ।” আমি | অগত্যা তাহার পশ্চাৎ২ চলিলাম। . গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে | জিজ্ঞাসা করিল, “তুমি এখানে কাহার | বাড়ী যাইবে ?” আমি কছিলাম, “আমি | এখানে কাহাকেও চিনিনা। একটা গাছ | ভলায় শয়ন করিয়া থাকিব ।” পথিক কহিল, “তুমি কি জাতি ?” আমি কছিলাম, “আমি কায়স্থ ”. সে কহিল, “আমি ব্রাহ্মণ। তুমি. আমার সঙ্গে আইল। তোমার ময়ল