পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

==== | খুলিয়া ৬১৬ আমি দেখিতে লাগিলাম যে, এক গু ন দ্বারবান অগ্রসর হইয়া আসিয়া পান্ধি ধরিল, তখন এক জন দম্য তাহাকে লাঠির আঘাত করিল । সে অচেতন হইয়। মৃত্তিকাতে পড়িল । তাঁহাকে আর উঠিতে দেখিলাম না বোধ হয়, সে আর উঠিল না । ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষিগণ নিরস্ত হইল । বাহকের অামাকে নির্বিলল্পে লইয়া গেল । রাত্রি এক প্রহর পর্য্যন্ত তাহার এই রূপ বহন করিয়া পরিশেষে পান্ধি নামাইল । দেখিলাম, সে স্থান নিবিড় বন— অন্ধকার । দন্ত্রীরা একটা মশাল জ্বলিল । তখন আমাকে কহিল, “তোমার যাহা কিছু আছে, দাও— নহিলে প্রাণে মারিব।” আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম —অঙ্গের অলঙ্কারও দিলাম। তাহার একখানি মলিন, জীর্ণ বস্ত্র দিল, তাহা পরিয়া পরিধানের বহু মূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্থ্যর আমার সর্ববস্ব লইয়া, পাঙ্ক ভাঙ্গিয়া রূপা খুলিয়া লইল , পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিক দাহ করিয়া

দস্থ্যতার চিহ্ন মাত্র লোপ করিল। তখন তাহারাও চলিয়া যায় ! সেই নিবিড় অরণ্যে, অন্ধকার রাত্রে, আমাকে বস্ত পশুদিগের মুখে সমপণ করিয়া যায় দেখিয়া, আমি কাদিয়া উঠিলাম। আমি কুছিলাম, “তোমদিগের পায়ে পড়ি, ها من معاذ بويزياء ইন্দির । _E ሰo அன்ஆன் আমাকে সঙ্গে লইয়া চল ।” দস্থ্যর সংসৰ্গও আমার স্পৃহনীয় হইল। . | এক প্রাচীন দস্থ্য সকরুণ ভাবে বলিল, | “বাছা । অমন , রাঙ্গা মেয়ে আমরা কোথায লইয়া যাইব ? এ ডাকাতির এখনই সোহরত হুইবে—তোমার মত রাঙ্গা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে ।” একজন যুবা দস্থ কহিল, “আমি ইহাকে লইয়া ফাটকে যাই, সেও ভাল, ; তবু ইহাকে ছাড়িতে পারি না ।” সে আর যাহা বলিল, তাহ লিখিতে পারি । না-– ৫ খন মনে ও আলিতে পারি না। : সেই প্রাচীন দল ঐ দলের সর্দার । সে । যুবাকে লাঠি দেখাষ্টয়া কহিল, “এই | লাঠির বাড়ি এই খানে তোর মাথ । ভাঙ্গিয় রাখিয়া যাইব । ও সকল পাপ । কি আমাদের সয় ?” তাহারা চলিয়া j যতক্ষণ তাহাদিগের কথাবাৰ্ত্ত । শুনা গেল—ততক্ষণ আমার জ্ঞান ছিল । : গেল । তার পর সেই খানে আমি অজ্ঞান হইয়া পড়িলাম । দ্বিতীয় পরিচ্ছেদ । যখন আমার চৈতন্য হইল, তখন কাক কোকিল ডাকিতেছে । পত্রাবচ্ছেদে বালারুণ কিরণ ভূমে পতিত 龜 -l. * হইয়াছে। . আমি গাত্রোথান করিয়া

  • } .

f |