পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| কদমই ন্য 命 ! কুলটা নছি। আপনার নিকটে দেশের সম্বাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই নাই।” I. বোধ হয়, একথা তিনি বিশ্বাস করিলেন .নী। “অগ্রসর হইয়া বলিলেন । আমি তখন হাসিতেই বলিলাম, “তুমি কথা শুনিলে না, তবে আমি চলিলাম। তোমার সঙ্গে এই সাক্ষাৎ,” এই বলিয়া আমি গাত্রোথান করিলাম। আমি সত্যসত্যই গাত্রোথান করিলাম। . দেখিয় তিনি ক্ষুণ্ণ হইলেন ; আসিয়া আমার হস্ত", ধরিলেন.। আমি রাগ করিয়৷ হাত ছুড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম, বলিলাম, “তুমি ভাল মানুষ নও। আমাকে ছুইও না । আমাকে দুশ্চরিত্রা মনে করিও না।” এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী—অদ্যাপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়—তিনি হাত যোড় করিয়া ডাকিলেন, “আমাকে রক্ষা কর, রক্ষা কর, যাইও না। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ আমি কখন দেখি নাই।” আমি -আবার ফিরিলাম–কিন্তু বসিলাম না— বলিলাম, “প্রাণাধিক ! আমি কোন ছার, আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া Tযাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও । কিন্তু কি করিব t" ধৰ্ম্মই আমাদিগের এক মাত্র প্রধান উপায়— ইন্দিরা । ७२१ এক দিনের সুখের জন্ত আমি ধৰ্ম্ম ত্যাগ করিব না। আমি চলিলাম।” তিনি বলিলেন, “আমি শপথ করিয়াছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে । এক দিনের জন্য.কেন ?” আমি হাসিয়া বলিলাম, “পুরুষের শপথে বিশ্বাস নাই।” এই বলিয়। আবার চলিলাম। দ্বার পর্য্যন্ত আসিলাম তখন আর ধৈর্য্যাবলম্বন করিতে না পারিয়া তিনি দুই, হস্তে আমার দুই চরণ ধরিয়া পথ রোধ করিলেন । র্তাহার দশা দেখিয়া আমার দুঃখ হইল। বলিলাম, “তবে তোমার বাসায় চল—এখানে থাকিলে তুমি আমায় ত্যাগ করিয়া যাইবে ।’’ তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন। তাহার বাসা সিমলায়, অল্পদুর, সেই রাত্রেই আমাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। সেখানে গিয়া দেখিলাম, দুই মহল বাড়ী। একটি ঘরে আমি অগ্রে প্রবেশ করিলাম। . প্রবেশ করিয়াই ভিতর হইতে.দ্বার রুদ্ধ করিলাম। স্বামী বাহিরে পড়িয়া রছিলেন। তিনি বাহির হইতে কাতরোক্তি করিতে লাগিলেন, আমি হাসিতে ২. বলিলাম, “আমি এখন তোমারই দাসী । হইলাম। কিন্তু দেখি তোমার প্রণয়ের ৰেগ কাল প্রাতঃকাল পর্যন্ত থাকে না থাকে। যদি কালও এমনই ভালবাসা