পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

، منه '! বল । করিব।” আমি বলিলাম “আমি স্ত্রীলোক, কি . বলিব ? তুমি আপনি বুঝিয়া কর।” পরে অন্ত কথা পাড়িলাম। কথায়২ একটা মিথ্যা গল্প করিলাম। তাহাতে কোন ব্যক্তি আপন উপপত্নীকে সমুদায় সম্পত্তি লিখিয়া দিয়াছিল— এই প্রসঙ্গ ছিল । তিনি গাড়ি প্রস্তুত করিতে বলিলেন । গাড়ি প্রস্তুত হইলে কোথায় গেলেন। আট দিনের মধ্যে এই তিনি প্রথমে আমার কাছ ছাড়া হইলেন । ক্ষণেক পরে ফিরিয়া আসিলেন। কোথায় গিয়াছিলেন, তাহ আমাকে কিছু বলিলেন না। আমিও কিছু জিজ্ঞাসা করিলাম না। অপরাহে আবার গেলেন । এবার এক খানি কাগজ হাতে করিয়া আসিলেন। বলিলেন, “ইহা লও। তোমাকে আমার সমস্ত সম্পত্তি লিখিয়া দিলাম । উকীলের বাড়ী হইতে এই দানপত্র লেখাইয়া আনিয়াছি। যদি তোমাকে আমি কখন ত্যাগ করি, তবে আমাকে ভিক্ষা করিয়া খাইতে হইবে ।” এবার আমার অকৃত্রিম অশ্র জল পড়িল—তিনি আমাকে এত ভাল বাসেন ! আমি তাহার চরণ স্পৰ্শকরিয়া বলিলাম, “আজি হইতে আমি .তোমার. চিরকালের দাসী হইলাম। পুরীক্ষা শেষ হইয়াছে ।” slas 要 তুমি যাহা বলিৰে তাঁহাই ইন্দিয়া । (वअणकर्मि, ર * २१* ) অষ্টম পরিচ্ছেদ।

তার পরই মনে বলিলাম, “এই বার সোণার চাদ, আর কোথা যাইবে ? তবে | নাকি আমাকে গ্রহণ করিবে না ?* যে . অভিপ্রায়ে, আমার এত জাল পাতা, তাহা সিদ্ধ হইল। এখন আমি তাহার স্ত্রী বলিয়া পরিচয় দিলে, তিনি যদি গ্রহণ না করেন, তবে তাহাকে সর্বত্যাগী হইতে | হুইবে । {* আমার পিতা নাম রাখিয়ছিলেন “ইন্দিবা”—মাতা নাম রাখিয়াছিলেন “কুমুদিনী।” শ্বশুর বাড়ীতে ইন্দির নামই জানিত, কিন্তু পিত্রালয়ে অনেকেই আমাকে কুমুদিনী বলিত । রাম রাম দত্তের বাড়ীতে আমি কুমুদিনী নাম ভিন্ন. ইন্দির নাম বলি নাই। ইহার কাছে | আমি কুমুদিনী ভিন্ন ইন্দির নাম প্রকাশ করি নাই। কুমুদিনী নামেই লেখা পড়া | হইয়াছিল। . কিছু দিন আমরা কলিকাতায় মুখে সচ্ছন্দে রহিলাম। আমি এ পর্যন্ত পরিচয় দিলাম না । ইচ্ছা ছিল, একবারে মহেশপুরে গিয়া পরিচয় দিব। ছলে কৌশলে স্বামির নিকট হইতে মহেশপুরের সম্বাদ সকল জানিয়াছিলাম— সকলে কুশলে ছিলেন, কিন্তু তাঁহাদের! দেখিবার জন্য বড় মন ব্যস্ত হইয়াছিল। আমি স্বামীকে বললাম, “আমি এক, డొవిడాక”