পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* . (ৰদৰ্শন.....১২৭৯ I)

েখিয়া আসিব ।

{ #ां७ ।” o | বার কালাদীঘি যাইয়া পিতামাতাকে আমাকে পঠাইয়া স্বামী ইহাতে নিতান্ত অনিচ্ছুক। আমাকে ছাড়িয়া দিয়া কি প্রকারে থাকিবেন ? কিন্তু এদিগে আমার আজ্ঞাকারী, “না” বলিতে পারিলেন না। বলিলেন, “কালাদীঘি যাইতে আসিতে এখান হইতে পনের দিন পথ ; এতদিন তোমাকে না দেখিতে পাইলে আমি মূরিয়া যাইব আমি তোমার সঙ্গে যাইব ।” - o আমি বলিলাম, “আমিও তাই চাই । কিন্তু তুমি কালাদীঘি গিয়া কোথায় থাকিবে ?” তিমি চিন্তা করিয়া জিজ্ঞাস করিলেন, “তুমি কালাদীঘিতে কতদিন থাকিবে ?” আমি বলিলাম, “তোমাকে যদি না দেখিতে পাই, তবে পীচ দিনের বেশী থাকিব না।” তিনি বলিলেন, “সেই পাচদিন আমি বাড়ীতে থাকিব । পাচদিনের পর তোমাকে কালাদীঘি হইতে লইয়া আসিব יין o এই রূপ কথা বাৰ্ত্ত হইলে পর আমরা যথাকালে উভয়ে শিবিকারোহণে লিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদীঘি নামক সেই হতভাগ্য দীঘিঁপার করিয়া গ্রামের মধ্যে পৰ্যন্ত পহুছিয়া দিয়া নিজালয় অভিমুখে যাত্রা | করিলেন । " তিনি পশ্চাৎ ফিরিলে, আমি বাহকদিগকে বলিলাম, “আমি আগে মহেশপুর যাইব—তাহার পর কালাদঘি আসিব । ] তোমরা আমাকে মহেশপুর লইয়া চল । যথেষ্ট পুরস্কার দিব।” * * তাহারা আমাকে মহেশপুর লইয়া গেল । গ্রামের বাহিরে বাহক ও রক্ষকদিগকে অবস্থিতি করিতে বলিয়া দিয়া আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। পিতুর গৃহ সম্মুখে দেখিয়া, এক নির্জন স্থানে বসিয়া অনেক রেiদন করিলাম। তাহার পর গৃহমধ্যে প্রবেশ করিলাম । সম্মুখেই পিতাকে দেখিয় প্ৰণাম করিলাম । তিনি আমাকে চিনিতে পারিয়া আহলাদে বিবশ হইলেন। সে সকল কথা এস্থানে বলিবার অবসর নাই । আমি এত দিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম—তাহ কিছুই বলিলাম না। পিতা মাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, “এর পরে বলিব ।” পরদিন পিতা আমার শ্বশুর বাড়ী লোক পাঠাইলেন। পত্র বাহককে বলিয়া, দিলেন, “জামাতা যদি বাড়ী না থাকেন, তবে যেখানে থাকেন,সেইখানে গিয়া এই পত্র দিয়া আসিবি।" - আমি মাতাকে বলিলাম, - “আমি” TSTSAAAA