পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংখ্যা নির্ণীত করিতে যত্ন করেন। তাহার নির্ণয়ানুসারে উক্ত অংশে তৎকালে s,७8 8७,२२० छनcनांक झिल । ब6भांन গণনায় তৎপ্রদেশে ১,৪৯ ২৬,৩৩৭ জন লোক পাওয়া গিয়াছে। অতএব বুকাননের নির্ণয়ের উপর নির্ভর করিতে গেলে বিবেচনা করিতে হইবে যে পূৰ্বাপেক্ষ লোক সংখ্যা হ্রাস হইয়াছে। ঘদি ইহা সত্য হয়, তবে আমরা নিতান্ত দুঃখিত নহি • . সর্বত্রই যে লোক সংখ্যার হ্রাস হইয়াছে, বুকানুনের নির্ণয়ে এমত সিদ্ধান্ত হয় না ; কোথাও হ্রাস—যথা মালদহ, দিনাজপুর, পূর্ণিয় । কোথাও বৃদ্ধি— যথা মুঙ্গের, রঙ্গপুর, সাওতাল পরগণা । সপ্তম । বঙ্গদেশে কত হিন্দু, কত মুসলমান ? তাহার সংখ্যা বিজ্ঞাপনীর পরিশিষ্টের ১বি চিহ্নিত নক্সীয় নিজ অতএব দেখা যাইতেছে যে, নিজ স্বালায় হিন্দু মুসলমান প্রায় সমান। মুসলমান অপেক্ষা পাঁচ লক্ষ মাত্র অধিক -এই যে, মুসলমানেরা প্রায় কৃষক, এবং সামান্তু শ্রেণীর লোক। ভদ্রলোক'অধিকাংশই হিন্দু, কিন্তু তাই বলিয়,এই বঙ্গ جمعیت اجتنانتیت= ৰঙ্গ দেশের লোক সংখ্যা । বাঙ্গালা সম্বন্ধে নিম্ন লিখিত সংখ্যা '-পাওয়া যায় – হিন্দু به 8ره هولابرد মুসলমান ১, ৭৬,০৯১৩৫ জন, পাবনায় প্রায় তাহাই ; বাখরগঞ্জ, হিন্দু আছে। তবে হিন্দুদিগের প্রাধান্ত | দেশকে কেবল হিন্দুর দেশ বলা যায় না। যেমন ইহা হিন্দুর দেশ, সেই রূপই ইহা মুসলমানের দেশ। মোটের উপর নিজ বাঙ্গালীয় হিন্দু মুসলমান তুল্য বলিয়া সকল জেলায় যে সেই রূপ, এমত বলা যায় না। নিক্স লিখিত কয় জেলায় হিন্দু অপেক্ষ মুসলমান অধিক যথা— যশোহর, নদীয়া, দিনাজপুর, রাজশাহী, রঙ্গপুর, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, বখিবগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোওয়া- | খালি, (স্থধারাম),ত্রিপুরা। | এই কয়েকটিকে মুমলমান জেলা বলিলে কেহ তাপত্তি করিতে পারেন না। নদীয়া ভিন্ন এই সকল জেলাই পূর্ববঙ্গান্তর্গত। অতএব পূর্ববঙ্গ যথার্থ মুসলমানের দেশ বটে। ইহার মধ্যে সর্ববাপেক্ষা বগুড়া জেলাতেই মুসলমানের আধিক্য। তথায় শতকরা ৮০ জন মুসলমান তৎপরে রাজশাহী , তথায় শতকরা ৭৭ জন মুসলমান। তার পর স্থধারামে ৭৫ জন, চট্টগ্রামে ৭০ ময়মনসিংহ এবং ত্রিপুরায় প্রায় ৬৫ জন, এবং রঙ্গপুরে ৬০ জন। অবশিষ্ট যশোহর, নদীয়, দিনাজপুর, ঢাকা এবং ফরিদপুরে ষাটের কম, এবং পঞ্চাশের অধিক। নিম্নলিখিত কয়টি জেলায় মুসলমান অপেক্ষ হিন্দু অধিক মুক্তরাং ঐ স্কয়েক|