পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૬ : | টিকে হিন্দুর দেশ বলা যায়। | 'यथ1-- - বৰ্দ্ধমান, হুগলী, হাবড়া, বাকুড়া, বীরভূম, মেদিনীপুর, ২৪ পরগনা, মুরশীদা কাছাড় l শ্ৰীহট্টে হিন্দু মুসলমান প্রায় তুল্য। এই কয় জেলার মধ্যে বাঁকুড়ায় সর্বাপেক্ষ হিন্দুর আধিক্য। তথায় শতকরা ২। জন মাত্র মুসলমান । মেদিনীপুর দ্বিতীয় —তথায় মুসলমান শতকরা ৬ জন। তার পরে দারজিলিঙ্গে ৬, বীরভূমে ১৬, বৰ্দ্ধমানে ১৭, হুগলী হাবড়ায় ২০, কাছাড়ে ৩৬, ২৪ পরগনায় ৪০ ; মুরশিদাবাদ, মালদহ, এবং জলপাইগুড়িতে চল্লিশের অধিক, পঞ্চাশের কম । কলিকাতায় শতকরা প্রায় ত্ৰিশ জন মুসলমান, ৬৫ জন হিন্দু, ৫ জন অপর ধৰ্ম্মাক্রান্ত । . পাঠক দেখিবেন যে যে জেলায় প্রাচীন মুসলমান রাজধানী ছিল, সেই২ জেলায় যে অধিক মুসলমান এমত নহে। তাহা হইলে ঢাকা, মুরশীদাবাদ, মালদহে, সর্ববাপেক্ষা ‘ অধিক মুসলমান হইত। বিবলি সাহেব কোন২ জেলায় মুগল| মানের অধিক্যের কারণ নির্দেশ করিবার চেষ্টা পাইয়াছেন। কিন্তু বড় সফল হুইতে পারেন নাই। সৰ্ব্বাপেক্ষ বগুড়া এবংরাজশাহীতে অধিক মুসলমান কেন, বঙ্গ দেশের লোক সংখণ। ’ }বাদ, মালদহ, দারচিলিং জলপাইগুড়ি, লক্ষ ক্ষমন্য। তাহার কোন সন্তোষজনক কারণ নির্দিষ্ট । হয় নাই । -- - পূর্বকালে ইতরজাতীয় হিন্দুগণ পীড়নেই হউক বা স্বেচ্ছ পূর্বকই হউক, মুসলমান ধৰ্ম্মাবলম্বন করাতেই যে বঙ্গদেশে মুসলমানের ভাগ অধিক হইয়াছে, এ কথা বিবর্লি সাহেব সবিস্তারে সমর্থিত করিয়াছেন । সে আয়াস নিম্প্রয়োজনীয়, এ কথা সকলেই স্বীকার করিবে । { নিজ বাঙ্গাল ভিন্ন অন্যত্র মুসলমানের ংখ্যা অপেক্ষাকৃত অল্প । বেঙ্গরে ১,৬৫ ২৬,৮৫০ জন হিন্দু, ২৬,৩৬,০৩ - মুসলমান মাত্র। উড়িষ্যায় ৩৭,৮৭, ২৭ জন | হিন্দু, ৭৪,৪৭২ জন মাত্র মুসললমান । ছোট নাগপুর ও আসামেও মুসলমানের | ংখ্যা অতি সামান্য । এই কয় প্রদেশের কোন জেলাতেই হিন্দু অপেক্ষ মুসল মানের আধিক্য নাই । বঙ্গদেশের লেপ্টনেন্ট গবর্ণরের অধীন কয় প্রদেশে মোট ২৫,৬৬৪,৭৭৫ মুসলমান আছে। অর্থাৎ মোট লোক, ংখ্যার তৃতীয়াংশের পুরা একাংশ নহে। . . الانتا ۹8 باره 8 تا f অষ্টম । মুসলমানের ভাগ বাড়িতেছে কি না ? বিবর্লি সাহেব বলেন, বাড়িতেছে। যদি তাঁহা সত্য হয়, তবে কালে এ দেশে হিন্দু নাম লুপ্ত হওয়াও বিচিত্র নহে। বিবলি সাহেবের এ সিদ্ধান্তে|