পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(বঙ্গদর্শন, চৈত্র, ১২৭৯ ) প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন। や8。" কিন্তু এ রূপ পুরাতন কথা যদি হৃদয় •হইতে নিঃস্থত হয়, তবে তাঁহাতেই আমাদের সুখ। রাজনারায়ণ বাবুর হৃদয় হইতে এ কথা নিঃস্থত হইয়াছে যলিয়াই, তাহাতে আমাদের সুখ । “আমার এই রূপ আশা হইতেছে, পূর্বে যেমন হিন্দু জাতি বিদ্যা বুদ্ধি সভ্যতা জস্য বিখ্যাত হইয়াছিল, তেমনি পুনরায় সে বিদ্যা বুদ্ধি সভ্যত ধৰ্ম্ম জন্য সমস্ত পৃথিবীতে বিখ্যাত হইবে। মিণ্টন তাহার স্বজাতীয় উন্নতির সম্বন্ধে এক স্থানে বলিয়াছেন – Methinks I see in my mind a noble and puissant nation rousing and sharking her invincible looks ; methinks I see her as an eagle 1hıç~ wing her mighty youth and kindling her undazzled eyes at the full mid-day heaven. আমিও সেই রূপ হিন্দু জাতি সম্বন্ধে আমার সম্মুখে মহাবল পরাক্রান্ত হিন্দু জাতি নিদ্রা হইতে উত্থিত হইয়া বীরকুণ্ডল পুনরায় স্পন্দন করিতেছে এবং দেববিক্রমে উন্নতির পথে ধাবিত হইতে | প্রবৃত্ত হইতেছে । আমি দেখিতেছি যে |এই জাতি পুনরায় নবযৌবনান্বিত হইয়া পুনরায় স্থান ধৰ্ম্ম ও সভ্যতাতে উজ্জ্বল | ইয়া পৃথিবীকে স্বশোভিত করিতেছে ; herself like a strong man after sleep. বলিতে পারি, আমি দেখিতেছি, সুবার হিন্দু জাতির কীৰ্ত্ত হিন্দু জাতির গরিম পৃথিবীময় পুনরায় বিস্তারিত হইতেছে। এই আশাপূর্ণ হৃদয়ে ভারতের জয়োচচ্চারণ করিয়া আমি অদ্য বক্তৃত সমাপন করিতেছি । * . মিলে সব ভারত সন্তান , । এক তান মনঃ প্রাণ ; গাও ভারতের যশো গান । ভারত ভূমির তুল্য আছে কোন স্থান ? কোন অদ্রি হিমাদ্রি সমান ? ফলবর্তী বসুমতী, স্রোতস্বতী পুণ্যতা, । শতখনি রত্বের র্শনধান । হোকৃ डांब्राऊँद्र জয়, জা ভারতের জয়, গাও ভারতের জয়, কি ভয় কি ভয়, গfও ভারতের জয় ॥ রূপবতী সাধবী সতী ভারত ললন । কোথা দিবে তাদের তুলনা ? শৰ্ম্মিষ্ঠ সাবিত্রী সীতা, দময়ন্তী পতিয়তা, অতুলনা ভারত ললন । হোক ভারতের জয়, ইত্যাদি। বশিষ্ঠ গৌতম অত্রি মহামুনি গণ বিশ্বামিত্র ভূগুডপোধন । বাল্মীকি বেদব্যাস, ভবভূতি কালিদাস, কবিকুল ভারত ভূষণ । হোক ভারতের জয়, ইত্যাদি । কেন ডর, ভীরু, কর সাহল আশ্রয়,

    • *

যতোধৰ্ম্ম স্ততে জয় ।