পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর চরিত। . . (षष्क्राथबि, दॆवa, sश्१:० ।।

উত্তর চরিত।" প্রথম সংখ্যা প্রণে তা ভিন্ন আর কেহই ভবভূতির সমকক্ষ ভবভূতি প্রসিদ্ধ কবি, এবং ঠাচাব প্রণীত হইতে পারেন নী । সাগরাপেক্ষা, বিল বিল উত্তর চরিত উৎকৃষ্ট নাটক, ইহা অনেকেই | হ্রদের যেরূপ প্রাধান্য, ভবভূতির অপেক্ষ শ্ৰুত আছেন ; কিন্তু অল্প লোকেই তাহার | শ্ৰীহৰ্ষ এবং বাণভট্টের সেইরূপ প্রাধান্য । প্রতি ভক্তি প্রকাশ কবেন । শকুন্তলাৰ কথা | পৃথিবীর নাটক-প্রণেতৃগণমধ্যে যে শ্রেণীতে দূবে থাকুক, অপেক্ষাকৃত নিকৃষ্ট নাটক রত্ন:- | সেক্ষপীয়র, এস্কিল, সফোক্লস, কালদেরণ, বলীর প্রতি এতদ্ধের লোকের যেরূপ অন্ত | এবং কালিদাস, ভবভূতি সেই শ্রেণীভুক্ত না স্বাগ; উত্তর চবিতের প্রতি তাদৃশ নচে হউন, তাঙ্গদের নিকটবৰ্ত্তী বটে। জন্যের কথা দূরে থাকুক, পণ্ডিতবর শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, ভবভূতি সম্বন্ধে লিথিয়াছেন যে, “কবিত্বশক্তি অনুসারে গণনা করিতে কইলে, কালিদাস, মাঘ, ভারবি, ও বাণভট্টের পর তদীয় নামনির্দেশ ! বোধ হয়, অসঙ্গত বোধ হয় না ।” আমরা বিদ্যাসাগর মহাশয়কে অদ্বিতীয় পণ্ডিত এবং লোকহিতৈষী বলিয়া মান্য করি, কিন্তু তাদৃশ কাব্যয়সজ্ঞ বলিয়া স্বীকার করি না । যাহা হউক, ঙাহার ন্যায় ব্যক্তির লেখনী হইতে এইরূপ সমালোচনার নিঃসরণ, অন্মদেশে সাধারণতঃ কাব্যরসজ্ঞতার অভাবের চিহ্নস্বরূপ । বিদ্যাসাগরও যদি উত্তর চারতের মৰ্য্যাদা বুঝিতে সমর্থ হইলেন না, তবে যন্থ বাবু, মাধু বাবু তাহার কি বুঝিবেন ? বাস্তবিক, যত কবি পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন, ভবভূতি তাহার মধ্যে একজন প্রধান । বিদ্যাসাগর মহাশয় যে সকল কবিদিগেৰ নাম করিয়াছেন, তন্মধ্যে শকুন্তলার সেক্ষপীয়র পৃথিবী মধ্যে অদ্বিতীয় কবি হইলেও, ইউরোপে তাহার সমুচিত মৰ্য্যাদা অল্পকাল হইয়াছে মাত্র। র্তাহার মৃত্যুর পর দুই শত বৎসর পর্য্যস্ত, কেহই তাহার প্রণীত আশ্চৰ্য্য নাটক সকলের মৰ্ম্ম বুঝিতেন না । ডু ইডেন, পোপ, জন্সন, প্রভৃতি সকলে স্বয়ং কবি, এবং সকলেষ্ট সযত্নে সেক্ষপীয়রের গ্রন্থের সমালোচনা করিয়াছেন, এবং সাধ্যানুসারে প্রশংসাও করিয়াছেন, কিন্তু কেহই তাহার মৰ্ম্ম গ্রহণ করিতে পারেন নাই। ৰণ্টের নিজে অতি প্রধান করি—তাহারন্যায় বুদ্ধিমান লোক পুথিবীতে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছেন। তিনিও সেক্ষপীয়রের কিছুই মৰ্ম্ম গ্রহণ করিতে পারেন নাই। বরং তিনি অনেক নিনা এবং উপহাস করিয়াছিলেন । এই ইংলওঁীয় কবির যথার্থ মর্য্যাদা প্রথমে ইংলণ্ডে হয় নাই—শ্লেগেল এবং অন্যান্য জৰ্ম্মাণগণ আধুনিক সেক্ষপীয়র পূজায়-স্বটিকর্তা ।

  • উত্তর চরিত। বাঙ্গালী অহুবাদ ।

- இ ৰি এল, কর্তৃক প্রণীত। কলিকাতা, প্রাকৃত যন্ত্র। নৃসিংহচত্র মুখোপাধ্যায় বিদ্যারত্ন এম এ,