পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ . সিদ্ধ হইয়াছে । গ্রন্থের রুচি, নীতি৯ও ভাষা, সকলই ভাল ; তবে আমাদের বোধ হয় যে, বালকদিগের জন্ত পুস্তকের ভাষা আরও সরল হইলে আরও ভাল হইত পুস্তকখানি যেরূপ হইয়াছে, তাহাতে হহ বধেtদয়ের’ পরে এবং ‘সীতার বনবাসের’ পূৰ্ব্বে পাঠ্যরূপে ব্যবহৃত হইতে পারে । বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের যে নুতন ও অদ্ভুত ব্যবস্থা বিখাদিগুগজেরা করিয়াছেন, তাহাতে এই পুস্তক অবশুই কিমালয়ের ( ) পাঠ্যরূপে নিৰ্ব্বাচিত হইবে না! . কিন্তু বালকদিগকে ইহা ঘরে পড়াইলেও তাছাদের ভাষাশিক্ষার আনুকুল্য হইবে, এইরূপ আমাদের ধারণা । History of Indigo 1)isturbance in Bengal, with a fuli Report of The Nil Durpan Case, Jompiled by Lalit Chandra Mitra, M. A. Price Rs. 2. বাঙ্গল। মাসিকপত্রে ইংরেজি পুস্তকের সমালোচনা হওয়া সঙ্গত কি না, এই ভাবিয়া আমরা একটু ইতস্তত করিয়াছিলাম। কিন্তু ৰাঙ্গলা সাময়িক পত্র র্যাহারা পড়িয়া থাকেন, তাছাদের মধ্যে অনেকেই যখন ইংরেজি জানেন, তখন ইহা অসঙ্গতই বা হইবে কেন । বিশেষত ‘বঙ্গদর্শনের’ পক্ষে ইহার সাবেক নজির আছে । - এই ইতিহাসের সঙ্কলনকৰ্ত্ত ভ্ৰমান ললিতচন্দ্র মিত্র, ৮ দীনবন্ধু মিত্রের আত্মজ— প্রতিভাশালী পিতার উপযুক্ত পুত্র। এই পুস্তক ধে কেবলমাত্র প্রভূত পরিশ্রম ও আন্তরিক যত্বের পরিচয়স্থল, এরূপ নছে ; ৪র্থ বর্ষ, জ্যৈষ্ঠ । ইহা পিতৃভক্তিরও নিদর্শন। সেই ভক্তিই বোধ হয় এই আস্তরিকতার মূল কারণ। নীলটা আমাদের দেশেরই জিনিষ । আমাদের দেশের নামানুসারেই প্রাচীন ই ভরোপে ইহার নামকরণ হইয়াছিল—ইণ্ডিFN ( Indicum) i LetzfG FRföl હરેિ কথারই রূপান্তর । ১৬৭০ খৃষ্টাব্দে নীলছ ইgহাওয়া কোম্পানির প্রধান বাণিজ্যদ্রব্য ছিল । পশ্চিম ইণ্ডিজে উৎকৃষ্টতর নীল হয় বলিয়া একবার তাহার এই ব্যবসায় পরিত্যাগ করেন ; কিন্তু কিছুকাল পরে আবার অবলম্বন করিয়াছিলেন। অবশেষে ১৭৭৯ খৃষ্ঠাঝে বারলক্ষ টাক। ক্ষতিগ্রস্ত হইয়। র্তাহার এই ব্যবসায় তাহদের চাকর ও আশ্রিতদিগকে ছাড়িয়া দেন । সেই অবধিছ অত্যাচারের আরম্ভ, এবং তাছা ক্রমে ভীষণ হইতে ভীষণতর ২হয়। শেষে এমন পৈশাচিকতায় উঠিয়াছিল ধে, এ দেশের অতিমাত্র নিরীহ, প্রায় সৰ্ব্বংসহ, কৃষিজীবীরাও আর সহ করিতে প।fরল না । এই অবস্থায় যাহ। যাহা ঘটিয়াছিল, তাছাই ‘নীলবিভ্রাট’ বলিয়া পরিচিত। সেই বিভ্রাটের আমূল ও বিস্তারিত বিবরণ অতি বিশদভাবে ও দক্ষতার সহিত এই পুস্তকে ৰিকৃত হইয়াছে । পুস্তকখানি পড়িয়া আমরা বিশেষ প্রাতিলাভ করিয়াছি। লংসাহেবের মোকদ্দমার সম্পূর্ণ বিবরণ ইহাতে সন্নিবেশিত হওয়ায় ইহা অধিকতর চিত্ত৷ কর্ষক হইয়াছে। ধাইরা ইংরেজ জানেন, র্তাহার এই পুস্তক একখণ্ড সং৫ই করিয়া পাঠ করিলে নালবিভ্রাটের প্রায় সমস্ত’ভ ও< কথাই জানিতে পারবেন। গুস্তনের ভাষা প্রাঙ্গল। o: ঐচন্দ্রশেখর মুখোপাধ্যায়।