পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ শৈল হাসিয়া কহিল, “আর তোমার বাহন উমেশ আছে, তোমার ভয় কি ?” উমা তখন কাহার একটা পেন্সিল সংগ্ৰহ করিয়া যেখানে-সেখানে আঁচড় কাটিতেছিল এবং চীৎকার করিয়া অব্যক্ত ভাষা উচ্চারণ করিতেছিল, মনে করিতেছিল ‘পড়িতেছি । শৈল তাহার এই সাহিত্যরচনা হইতে তাহাকে বলপূর্বক কাড়িয়া লইল—সে যখন প্রবল তারস্বরে আপত্তিপ্রকাশ করিল, কমল৷ বলিল, “একটা মজার জিনিষ দিতেছি আয়!” এই বলিয়। ঘরে . লইয়া-গিয়া তাহাকে বিছানার উপর ফেলিয়া আদরের দ্বারা তাহাকে অত্যন্ত উদ্বেজিত করিয়া তুলিল । সে যখন প্রতিশ্রুত উপহারের দাবী করিল, তখন কমলা তাহার বাক্স খুলিয়া একজোড়া সোনার ব্রেসলেটু বাহির করিল। এই দুর্লভ খেলেন। পাইয়া উমি ভারি খুসি হইল। মাসা তাহার হাতে পরাইয়া দিতেই সে সেই ঢলঢলেগহনাজোড়া-সমেত দুটি হাত সন্তৰ্পণে তুলিয়াধরিয়া সগৰ্ব্বে তাহার মাকে দেখাইতে গেল । মা ব্যস্ত হইয়া যথাস্থানে প্রত্যপণ করিবার জন্ত ব্রেসলেট্‌ কাড়িয়া লইল—কহিল, “কমল, তোমার কিরকম বুদ্ধি ! এ সব জিনিষ উহার হাতে দাও কেন ?” এই দুর্ব্যবহারে উমির আর্তনাদের নালিশ গগন-ভেদ করিয়া উঠিল । কমল কাছে আসিয়া কহিল, “দিদি, এ ব্রেসলেটজোড়া আমি উমিকেই দিরাছি।” , শৈল আশ্চৰ্য্য হইয়া কহিল—“পাগল নাকি !” কমল কহিল—“আমার মাথা খাও দিদি, এ ব্রেসলেটুজোড়া তুমি আমাকে ফিরাইতে বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, আষাঢ়।" পরিবে না! ইহা ভাঙিয়া উমির হার গড়াইয়া দিয়ে৷ ” শৈল কহিল, "না, সত্য বলিতেছি, তোর মত ক্ষ্যাপা মেয়ে জমি দেখি নাই ।” এই বলিয়া কমলার গলা জড়াইয়৷ ধরিল। কমলা কহিল, “তোদের এখান হইতে আমি ত আজ চলিলাম দিদি-খুব স্বথে ছিলাম- এমন সুখ আমার জীবনে কখনো পাই নাই ।”—বলিতে বলিতে ঝরঝর করিয়া তাহার চোখের জল পড়িতে লাগিল । শৈল ও উদগত অশ্রু দমন করিয়া বলিল ---“তোর রকমটা কি বল দেখি কমল, যেন কতদূরেই যাইতেছিস্ ! যে সুখে ছিলি, সে আর আমার বুঝিতে বাকি নাই এখন তোর সব বাধা দূর হইল, মুখে আপন ঘরে একলা রাজত্ব করিবি—আমরা কখনো গিয়া পড়িলে ভাবিবি আপদ বিদায় হইলেই বাচি !” বিদায়কালে কমলা শৈলকে প্রণাম করিলে পর শৈল কহিল, “কাল ছপুরবেলা আমি তোদের ওখানে যাইব ।” কমলা তাহার উত্তরে ইন’ কিছুই বলিল না । - বাংলায় গিয়া কমলা দেখিল, উমেশ আসিয়াছে। কমলা কহিল—“তুই য়ে ! যাত্র। , শুনিতে যাবি, না ?” উমেশ কহিল, “তুমি যে আজ এখানে থাকিবে, আমি ” কমলা । আচ্ছা আচ্ছ, সে তোর ভাবিতৃে হইবে না। তুই, যাত্রা শুনিতে যা—এখানে বিষণ" অৈিছ ৷ ‘ ধা, দেরি 'করিস নে ?” g