পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਾ সংখ্যা । ] নৌকাভুৰি । పిచ్చలి . .কমলা । মা না, ফুলের দরকার নেই! উমেশ যখন চলিয়। যাইতেছিল, হঠাৎ কমলা তাহাকে ফিরিয়া ডাকিল –কহিল, *ও-উমেশ, তুই যাত্রা শুনিতে যাইতেছিস, এই নৈ, পাচটা টাকা নে!” উমেশ আশ্চৰ্য্য হইয়া গেল । যাত্রা শুনিযার সঙ্গে পাচটা টাকার কি যোগ, তাহ সে কিছুই বুঝিতে পারিল না। কহিল—“মা, সহর হইতে কি তোমার জন্ত কিছু কিনিয়: আনিতে হইবে ?” কমলা । না না, আমার কিছু চাই নে । তুই রাখিয়ু দে, ভোর কাজে লাগিবে। হতবুদ্ধি উমেশ চলিয়া যাইবার উপক্রম করিলে কমল। আবার তাহাকে ডাকিয়া কহিল, “উমেশ, তুই এই কাপড় পরিয়া যাত্র। শুনিতে যাইবি নাfক—তোকে লোকে বলিবে কি ?” লোকে যে উমেশের নিকট সাজসজ্জ।সম্বন্ধে অত্যন্ত বেশি প্রত্যাশ করে এবং ক্রটি দেখিলে আলোচনা করি থাকে, উমে শের এরূপ ধারণ ছল না— এই কারণে ধুতির শুভ্রতা ও উত্তরচ্ছদের একান্ত অভাবসত্বন্ধে লৈ সম্পূর্ণ উদাসীন ছিল । কমলার প্রশ্ন শুনিয়া উমেশ কিছু না বলিয়া একটু-খানি হাসল। কমল৷ তাজার দুই জোড়া শাড়ী বাহির করিয়া উমেশের কাছে ফেলিয়া-দিয়া কহিল, “এই নে, যা, পৰিস।” so শাড়ীর চওড়া বাহারে পাড় দেখিয়া উমেশ অত্যন্ত উৎফুল্ল হইয়া উঠিল, কমলার পায়ের কাছে পড়িয়া ঢিপ করিয়াস্ত্ৰণাম করিল, এবং शंजनभप्नब्र जूषां८कडेॉग्न नबल बूषषांनांरक বিকৃত করিয়া চলিয়া গেল। উমেশ চলিয়া গেলে কমলা দুই ফোটা চোখের জল মুছিয়া জানূলার কাছে চুপ করিয়া দাড়াইয়া রহিল। শৈল ঘরে প্রবেধ করিয়া কহিল, “ভাই কমল, আমাকে-তোর চিঠি দেখাবিনে ?” • কমলার কাছে শৈলর ত কিছুই গোপন ছিল না—তাই শৈল এতদিন পরে স্বযোগ প।ইয়া এই দাবী করিল। কমলা কহিল, “ঐ যে দিদি, দেখ না।” --বলিয়া, মেজের উপরে চিঠি পড়িয়া ছিল, দেখাইয়া দিল । শৈল মাশ্চৰ্য্য হইয়৷ ভাবিল, *বাস্রে, এখনো রাগ ধায় নাই!”- মাটি হইতে শৈল চিঠি তুলিয়া-লইয়া সমস্তটা পড়িল । চিঠিতে ভালবাসার কথা যথেষ্ট আছে বটে, কিন্তু তবু এ কেমনতর চিঠি ! মানুষ আপনার স্ত্রীকে কি এমনি করিয়া চিঠি লেখে ! এ যেন কি-এক-রকম ! শৈল জিজ্ঞাসা করিল—“আচ্ছ। ভাই, তোমার স্বামী কি নভেল লেখেন ?” “স্বামী" শব্দটা শুনিয়া চকিতের মধ্যে কমলার দেহমন যেন সঙ্কুচিত হইয়া গেল । সে কছিল—“জানি ন! !” শৈল কহিল, “ত হ’লে আজ তুমি বাংলাতেই যাইবে ?” কমলা মাথা নাড়িয়া জানাইল যে, ষাইবে । শৈল কছিল, “আমিও আজ-সন্ধ্য। পর্য্যন্তু তোমার সঙ্গে থাকিতে পারিতাম, কিন্তু জান ত ভাই, জ্বাজ নস্কৃসিংবাবুর বউ আসিবে। মা বরঞ্চ তোমার সঙ্গে যান।” . कभणां बाख रुहेब्रां कश्लि, *ना नl, भी গিয়া কি করিবেন ? সেখানে তু •চকর আছে।”