পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbجدد . সমন্বয় সাধন করে । কাকাস্থ ওঁ কাকুরা এই কথা বুঝাইবার জন্য লিখিয়াছেন,— ভারতবর্ষের উত্তরপশ্চিমাঞ্চল দুইটি প্রবল সাম্রাজ্যের সন্ধিক্ষেত্রে পরিণত হইয়া এক মহাষগের প্রবর্তন করিয়াছিল । সে যাগের পৰ্য্যটক, তীর্থযাত্রী ও বণিগবর্গ নিয়ন্ত একদেশ হইতে অন্যদেশে গমনাগমন করিয়া সকল দেশের জ্ঞানগৌরবের সমন্বয়সাধনের সহায়তা করিয়াছিলেন "* সভ্যতাবিকাশের প্রথমাবলয় এশিয়ার অধিবাসিবর্গ যে জ্ঞান লষ্টয়া দেশবিদেশে উপনিবেশ-সংস্থাপনে ধাবিত হইয়াছিল, তাচল কালে দেশকালপাত্রভেদে বিভিন্ন প্রকৃতি প্রাপ্ত হয়। বৌদ্ধধৰ্ম্মপ্রচারসময়ে আবার তাহার সমন্বয় সাধিত হইয়াছিল ৷ তক্রন্থ এশিয়াখণ্ডে যে জ্ঞানসাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, তাহা এশিয়ার সাধারণ সাম্রাজ্য ; তাহাতে সকল দেশের শিক্ষা ও সভাত একক্ষেত্রে মিলিত হইয়াছিল। ভারতবর্ষ তাহার মূল বলিয়া, তাহা ভারতীয় জ্ঞানসাম্রাজা নামে অভিহিত। এই সাম্রাজ্যবিস্তারে ভারতবর্ষ শিক্ষাদানে নিযুক্ত হইয়। ভিন্নদেশ হইতে নানা তত্ত্ব শিক্ষা করিয়া আসিয়াছে, একদিকে মুক্তহস্তে বিতরণ, অন্যদিকে অকুতোভয়ে গ্রহণ করিয়া, জ্ঞানের আদান প্রদানের সনাতন নিয়ম প্রতিপালন করিতে বাধ্য ইয়াছে। আধুনিক সভ্যসমাজ অসভ্য সমাজকে শিক্ষা দিবার সময়ে তাহাদের সংস্রবে আসিয় নানা यशैभध्ॉन ! [ ৪র্থ বধ, আবুঢ়। তত্ত্ব শিক্ষা করিতেছেন, তদ্বারা ইউরোপীয় জ্ঞান পরিপুষ্ট হইয়া উঠিতেছে । পুরাকালে ভারতবর্ষের জ্ঞান ও এইরূপে সমগ্র এশিয়ার জ্ঞানগৌরবে পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। আমরা দান করিয়াছি, গ্রহণ করি नॉड़े, এ রূপ আত্মশ্লাঘার পক্ষ সমর্থন করিতে অসমর্থ । বিদেশে ধৰ্ম্ম প্রচার করিবার জ দ্য ভারতবর্ষীয় শ্রমণগণকে বিদেশের ভাষা শিক্ষা করিতে চষ্টত ; ইহার কোন ঐতিহাসিক প্রমাণ অনুসন্ধান করা অনাবশ্যক। চীনদেশের ভাষায় বৌদ্ধসাহিতা অনুদিত হইবার সময়ে ভারতবর্ষীয় পণ্ডিতবর্গের অন্সবাদকার্য্যে নিযুক্ত হইবাব কথা স্থাস্থ্যাপি চীনদেশে প্রচলিত আছে । মুসলমান পলিফাগণ যখন আরবীয় ভাষায় সাহিত্যসঙ্কলন করেন, সময়ে ভারতবর্ষীয় বহু পণ্ডিতও অক্সবাদকার্যো নিযক্ত হন, এ কথা আরবীয় সাহিতো ০ দেপিতে পাওয়া যায় । তিব্বতে-চীনে, শু্যামে-সিং লে.—এশিয়াগণ্ডের নানা স্থানে —ভারতবর্ষের লোক বাসস্তান লাভ করিয়া, তদেশের ভাষা ও সাহিত্য গঠনের সহায়তা —ইতিহাস সে করিয়াছিলেন, এ কথা সবল প্রচলিত আছে । কাকামু ও কাকুর। চীনদেশসম্বন্ধে হহার একটি উল্লেখযোগ্য প্রমাণের অবতারণ করিয়া লিখিয়াছেন, এক সময়ে লইয়াঙ্গনগরে তিনসহস্র ভারতবর্ষীয় শ্রমণ ও দশসহস্র ভারতবর্ষীয় পরিবারের বাস ছিল।

  • We have here the clue to a great cra, when North-Western India

was a central point between two cm pires, afd through a living world of 姆 o - - ձ: - communication, travellers, pilgrims, and traders carried the common culture back and forth.- Ideals of the East.