পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, শ্রাবণ । যে কেহ মোরে বেসেছে ভালো, জেলেছে ঘরে র্তাহারি অালো, র্তাহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়, সবারে আমি নমি । যা কিছু কাছে এসেছে, আছে, এনেছে তারে প্রাণে, সবারে আমি নমি । যা কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তারি পানে, সবারে আমি নমি । জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি, নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তারি পরিচয়, সবারে আমি নমি । সাময়িকপ্রসঙ্গ । দেশের কথা । শ্রদ্ধেয় শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন শ্ৰীযুক্ত সখারাম দেউস্কর মহাশয়ের রচিত “দেশের কথা” নামক পুস্তকের সমালোচনা আমাদের নিকট প্রেরণ করিয়াছেন। তাহার আরম্ভে তিনি লিখিতেছেন ঃ— * “এই পুস্তকের বিষয়গুলি মৌলিক নহে। ভারতহিতৈষী ডিশ্বি প্রভৃতি ইংরেজগণ এবং দাদাভাই নরোজি, রমেশচন্দ্র দত্ত প্রভৃতি ভারতের স্বসস্তানগণ ৰে সকল বিষয় লইয়া বহবৎসর বাবৎ আলোচনা করিতেছেন, তাহাই মূলত অবলম্বন করিয়া এই পুস্তক থানি রচিত হইয়াছে। ভারতবর্ষের বর্তমান অবস্থাসম্বন্ধে অনেক তত্ত্ব অস্পষ্টভাবে অামাদের ধারণা ছিল, এই পুস্তকখানি পড়িয়া তাহা সুস্পষ্ট, জীবস্ত এবং আকারপ্রাপ্ত হইয়া উঠিয়াছে। “কোন সাধুপুষ্পিত মুনারু উস্তান দাবদগ্ধ হইয়ু পুলে কিংবা কোন স্থাপন পরিচিত বন্ধুর কঙ্কাল দেখিলে মনের যেরূপ অবস্থা হয়, বর্তমান চিত্রে অঙ্কিত ভারতীয়