পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] খুড়োমশায়! তোমার খবরটবর কি ? আমি তোমার কুটুম্ব, গম্বা !” মাটিয়ে উত্তরে কথাটি না কহিয়া থামিয় গেল, এবং গম্বা যতক্ষণ কথা বলিতেছে, ততক্ষণ বন্দুক আস্তে আস্তে উঠাইয়া, জমাদার পৌছিতে পৌছিতে নল আকাশের দিকে করিল। জমাদার আবার বলিল—“ভাল ত খুড়ো, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় नि ।” “কি খবর ?” “এ দিক দিয়ে যেতে যেতে ভাবুলুম, তোমার বাড়ীতে দু মেরে খবরটা নিয়ে যাই। আমাদের আজ আচ্ছা লম্ব পাল্লা হয়েছে, কিন্তু তাতে দুঃখ নেই, এক মস্ত শিকার পাওয়া গেছে । গ্যানেটোটা ধরা পড়েছে।” গীসেপ বলিয়া উঠিল—*ৰ্বাচা গেল ! সবে সেদিন ও আমাদের একটা ছাগল চুরি করেছে ৷ ” , এই কথায় গঙ্গার ধড়ে প্রাণ এল । মাটিয়ে কহিল—“বেটা কি সাধে করেছে —খিদের চোটে বেচার করে কি ?” জমাদার কিছু দমিয়া গিয়া কহিতে লাগিল ---“হক্টভাগাটা বাঘের মত লড়েছিল । আমার এক সেপাইকে ত মেরেই ফেল্পে — শুধু তা নয়, আবার চার্দন সরদারের হাত ভেঙে দিলে তবে তাতে বড় লোৰুসান হয় নি, (Sಾಗಣೆ! বৈ ত নয়। তার পর এমৃলি গা ঢাকা দিলে যে, সয়তানেরও সাধ্যি নেই, খুজে বার করে। আমার ফটনাটাে-ভায়া অনুগ্রহ না করলে ওকে কিছুতেই পাকুড়াও করা যেত নান”- @ 擎 কর্সিকাদ্বীপের একটি গল্প । Sలిd প্রতিধ্বনির মত গীসেপা কহিল—“ফটুনাটো ?” 鬱 “হঁ। গ্যানেটে তোমার ঐ খড়ের গাদাটার মধ্যে লুকিয়ে ছিল, কিন্তু ভায়৷ আমার তার বিদ্যে ফাঁস করে দিলে । আমি স্ববুেদার-খুড়োকে বোলবো, যাতে ওর বাহাদুরীর জন্তে ভালরকম পুরস্কার পাঠিয়ে দেয়। আর ফটু নাটোর সঙ্গে তোমারও নাম আমি জেনেরালসাহেবের কাছে জানাব।” দাত কিড় মিড় করিয়া মাটিয়ে বলিল— “মরণ আর কি !” এতক্ষণে তাহারা সিপাহীদলের নিকটে পৌছিল । গ্যানেটে রওনা হইবার জন্ত প্রস্তুত হইয়া ডুলিতে শুইয়াছিল। গম্বার সঙ্গে মাটিয়োকে দেখিয়া একটু বাকা-হাসি হাসিল । পরে বাড়ীর দুয়ারের দিকে মুখ ফিরাইয়৷ থুথু ফেলিয়। বলিল—“ঘুঘথোরের বাড়ী !” মরিবার জন্য প্রস্তুত না হইয়া মাটিরোসম্বন্ধে এমন কথা বলিতে কেহ সাহস পাইত না । ছোরার এক ঘায়ে—এক বৈ দুয়ের দরকারই হইত না—এ অপমানের হাতেহাতে শোধ হইত। কিন্তু মাটিয়ে শিরে করাঘাত ছাড়া আর কোনরকম নড়াচড়া করিল না, তাহার যা’ হইবার, যেন হইয়া গেছে।. * বাবাকে আসিতে দেখিয়া ফর্ট নাটাে বাড়ী ੇ পড়িয়াছিল। একটু পরেই সে একপাত্র দুধ হাতে বাহিরে আসিয়া ঘাড় হেঁট করিয়া তাহা গ্যানেটোকে দিতে গেল । দস্থ্য তারস্বরে চীৎকার করিয়া উঠিল— মাটিয়ে বলিয়া উঠিল—“ফটনাটাে ?” • “দুর ছ।”