পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] স্বদেশী সমাজ । వ(tళ দাড় করাইয়া তাহার অধীনে একদল লোক যথার্থভাবে কাজে প্রবৃত্ত হইলে এই সমাজরাজতন্ত্ৰ দেখিতে দেখিতে প্রস্তুত হইয়া উঠিৰে—পূৰ্ব্বে হইতে হিসাব করিয়া, কল্পনা করিয়া আমরা যাহা আশা করিতে না পারিব, তাহাও লাভ করিব—-সমাজের অস্তুনিঙ্কিত বুদ্ধি এষ্ট ব্যাপারের চালনা প্রার আপনিই গ্রহণ করিবে । সমাজে অবিচ্ছিন্নভাবে সকল সময়েই শক্তিমান ব্যক্তি থাকেন না, কিন্তু দেশের শক্তি বিশেষ-বিশেষ স্থানে পুঞ্জীভূত হষ্টয়: তাছাদের জন্য অপেক্ষা করে । যে . শক্তি আপাতত যোগালোকের অভাবে কাজে লাগিল না. সে শক্তি যদি সমাজে কোথা ও রক্ষিত হইবার স্থান ও ন পায়, তবে সে সমাজ ফুটা-কলসের মত শূন্ত হইয়া ষায় । আমি যে সমাজপতির কথা বলিতেছি, তিনি সকল সময়ে যোগ্যলোক ন হইলেও, সমাজের শক্তি- সমাজের আত্মচেতন। তাছাকে অবলম্বন করিয়া বিধুত হইয়া থাকিবে । অকশেষে বিধাতার অংশীৰ্ব্বাদে এই শক্তিসঞ্চয়ের সঙ্গে যখন যোগ্যতার যোগ হইবে, তখন দেশের মঙ্গল দেথিতে দেখিতে আশ্চর্যাবলে আপনাকে সৰ্ব্বত্র বিস্তীর্ণ করিবে । আমরা ক্ষুদ্র দোকানীর মত সমস্ত লাভলোকসানের হিসাব হাতে হতে দেখিতে চাই—কিস্ত বড় ব্যাপারের হিসাৰ তেমন করিয়া মেলে না । দৈশে এফএকটা বড়দিন আসে,সেইদিন বড়লোকের তলবে দেশের সমস্ত শালতামামি -নিকাস বড়খাতায় প্রস্তুত হইয় দেখা দেয় । রাজচক্রবর্তী ক্রুশোকের সময়ে একবার ক্লেদ্ধ সমাজের হিসাৰ তৈরি হইয়াছিল । وينا पञों★ांs তত আমাদের কাজ--দপ্তর তৈরি রাখা, কাজ চালাইতে থাকা ; ঘেদিন মহাপুরুষ হিসাব তলব করিবেন, সেদিন অপ্রস্তত হইয়া শির নত কবিব না—দেখাইতে পারিব, জমার ঘরে একেবারে শূন্ত নাই । সমাজের সকলের চেয়ে যাহাকে বড় করিব, এত বড় লোক চাহিলেই পাওরা যায় না । বস্তুত রাজা তাঙ্কার সকল প্রজারই চেয়ে যে স্বভাবত বড়, তাহ। নহে । কিন্তু রাজ্যই রাজাকে বড় করে । জাপানের মিকাডো জাপানের সমস্ত স্বধী, সমস্ত সাধক, সমস্ত পূরবীরদের দ্বারাই বড় । আমাদের সমাজ পতিও সমাজের মহত্ত্বেই মহৎ হইতে থাকিবেন । সমাজের সমস্ত বড় লোকই তাহাকে বড় করিয়া তুলিবে। মন্দিরের মাথায় বে স্বর্ণকলস থাকে, তাহা নিজে উচ্চ নহে—মন্দিরের উচ্চতাই তাঁহাকে উচ্চ করে । আমি ইহা বেশ বুঝিতেছি, আমার এই প্রস্তাব যদি-ব অনেকে অমুকুলভাবেও গ্রহণ করেন, তথাপি ইহা অবাধে কর্য্যে পরিণত হইতে পারবে না । এমন কি, প্রস্তাবকারীর অযোগ্যতা ও ত গুণন্ত বহুবিধ প্রাসঙ্গিক ও অঙ:া সঙ্গিক দোষ, ত্রুটি ও খলন সম্বন্ধে অনেক স্পষ্ট স্পষ্ট কথা এবং অনেক অস্পষ্ট আভাস আজ হইতে প্রচার হইতে থাক আশ্চৰ্য্য নহে। আমার বিনীত न्.ि२६न ५.हॆ"cषु, Giभांबं चाश्नiद्मा श्रम। করিবেন । অস্ককার সভামধ্যে আমি আজু প্রচার করিতে আসি নাই, এ কখ৷ বলিলেও পাছে অহঙ্কার প্রকাশ করা হয়, এজন্তু আমি কুষ্ঠিত আছি । জমি অস্ত