পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• পঞ্চম সংখ্যা । ] আর এখানে থাকা পোষাইল না । আমি যেখানে হোক একটা ইস্কুলমাষ্টারি লইয়া এখান হইতে চলিয়া যাইব ।” অক্ষয় কহিল, “ভাই, তুমি মিথ্য রাগ করিতেছ। আমি ত তখনি সন্দেহ প্রকাশ করিয়াছিলাম যে, তুমি ভুল বুঝিয়fছ । তুমি আমাকে বারম্বার আশ্বাস দেওয়াতেই আমি বিচলিত হইয়াছিলাম। কিন্তু আমি নিশ্চয় ৰলিতেছি আমার প্রতি হেমনলিনীর মন কোনোদিন অমুকুল হইবে না। অতএব সে অাশা ছাড়িয়া দাও ! কিন্তু আসল কথা এই যে, উনি যtহাতে রমেশকে ভুলিতে পারেন, সেটা তোমাদের করা কৰ্ত্তব্য ।” যোগেন্দ্র কfহয় “তুমি ত বলিলে কৰ্ত্তব্য —উপায়টা কি শুনি " অক্ষয় কহিল—“ আমি ছাড়া জগতে আর বিবাহযোগ্য যুবাপুরুষ নাই নাকি ! আমি দেখিতেছি, তুমি যদি তোমার বোন হইতে, তুবে আমার আইবড় নাম ঘোচাই বার জন্ত পিতৃপুরুষদিগকে হতাশ ভাবে দিন গণন৷ ੋਣ হইত না : যেমন করিয়া হোক, একটি ভাল পাত্র জোগাড় কর; চাই,-যাহার প্রতি তা কাইবামা এ অবিলম্বে কাপড় রেীদ্রে দিবার ইচ্ছা প্রবল হইয়া না ওঠে।” ৰোগৃেঙ্গ। পাত্র ত ফরমাস দিয়া মেলে না ! ● • . --- অক্ষয় । তুমি একেবারে এত অল্পেই হাল ছাড়িয়া দিয়া বোস কেন ? পাত্নের সন্ধান মামি বলিতে পারি, কিন্তু তাড়াহুড়া ৰদি কর, তবে সমস্ত মাটি হইয়। যাইবে । প্রথমেই ৰিমুহের কথা পাড়িয়া দুই পক্ষকে - © সশঙ্কিত করিয়া তুলিলে চলিবে না। আলু নৌকাডুরি। • శి\ున অস্তে আলাপ পরিচর জমিতে দাও, তাহার পরে সময় বুঝিয় দিনস্থির করিয়ো । যোগেন্দ্র। প্রণালীটি অতি উত্তম, কিন্তু লোকটি কে শুনি ! “ இ অক্ষয় । তুমি তাহাকে তেমন ভাল করিয়া জান না, কিন্তু দেখিয়াছ । নলিনাক্ষ ডাকার । যোগেন্দ্র । নলিনাক্ষ ! অক্ষয় । চমকাও কেন ! তাইকে লইয়া ব্রাহ্মসমাজে গোলমাল চলিতেছে, চলুক না । তা ব{লয়। অমন পাত্রটিকে হাতছাড়া করিবে ? যোগেন্দ্র । আমি হাত তুলিয়া লইলেই অমনি পাত্র যদি হাতছাড়া হুইত, তা হইলে ভাৰনা কি ছিল ? কিন্তু নলিনাক্ষ বিবাহ করতে কি রাজি হইবেন ? অক্ষয় । আজই হইবেন, এমন কথ: বলিতে পারি না কিন্তু সমরে কি ন হইতে পারে ! যোগেন, আমার কথা শোন । কাণ নলিনাক্ষের বক্ততার দিন আছে— সেই বক্তৃতায় হেমনলিনীকে লইরা যাও । লোকটার বলিবার ক্ষমতা আছে । স্ত্রীলোকের চিত্ত-আকর্ষণের পক্ষে ঐ ক্ষমতাটা অকিঞ্চিৎ কর নয় ! হায়, অবোধ অবলার এ কথা বোঝে না যে, বক্ত। স্বামীর চেয়ে শ্রোত স্বামী ঢের ভাল : যোগেন্দ্র । কিন্তু নলিনাক্ষের ইতিহাসট। fক, ভাল কলিয়। বল দেখি, শোনা ধাক্ । অক্ষয়ু । দেখ যোগেন, ইতিহাসে যদি কিছু খুৎ থাকে, তাহ লইয়া বেশি ব্যস্ত হইয়ে না । -অল্প একটুখানি খুতে ফুলভ জিনিষ স্থলভ হয়- আমি ত সেটুাকে.গাভ মনে করি ।