পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o অক্ষয় নলিনাক্ষের ইতিহাস যাহা বলিল, তাহা সংক্ষেপে এই ঃ নলিনাক্ষের পিতা রাজবল্লভ ফরিদপুর-অঞ্চলের একটি ছোট-খাটে। জমিদার ছিলেন। তাহার বছর ত্রিশ বয়সে তিনি ব্রাহ্মধৰ্ম্মে দীক্ষিত হন । কিন্তু তাহার স্ত্রী কে নোমতেই স্বামীর ধৰ্ম্ম গ্রহণ করিলেন না এবং আচারবিচারসম্বন্ধে তিনি অত্যন্ত সতর্কতার সহিত স্বামীর সঙ্গে স্বাতন্ত্রা রক্ষা করিয়া চলিতে লাগিলেন বলা বাহুল্য, ইহ রাজবল্লভের পক্ষে সুখকর হয় নাই । তাহার ছেলে নলিনাক্ষ ধৰ্ম্ম প্রচারের উৎসাহে ও বক্তৃতাশক্তিদ্বারা উপযুক্তবয়সে ব্রাহ্মসমাজে প্রতিষ্ঠালাভ করেন । তিনি সরকারী ডাক্তা রের কাজে বাংলার নানাস্থানে অবস্থিতি করিয়া চরিত্রের নিম্মলতা, চিকিৎসার নৈপুণ্য ও সংকৰ্ম্মের উদ্যোগে সৰ্ব্বত্র থ্যাতি. বিস্তার করিতে থাকেন । ইতিমধ্যে একটি অভাবনীয় বাপর ঘটিল। বৃদ্ধবয়সে রাজবল্লভ একটি বিধবাকে বিবাহ করিবার জন্ত হঠাৎ উন্নত্ত্ব হইয় উঠিলেন । কেহই তাহাকে নির স্থ করিতে পারিল না। রাজবল্লভ বলিতে লাগিলেন, “আমার বর্তমান স্ত্রী আমার যথার্থ সহধৰ্ম্মিণী নচে— যাহার সঙ্গে ধৰ্ম্মে, মতে, ব্যবহারে ও হৃদয়ে মিল হইয়াছে, তাহাকে স্ত্রারূপে গ্রহণ না করিলে অন্যায় হুইবে ।” বল্লভ সৰ্ব্বসাধারণের ধিক্কারের মধ্যে সেই বিধবাকে অগত্য। হিন্দুমতানুসারে , বিবাহ করিলেন । ইহার পরে নলিনক্ষের মা গৃহত্যাগ করিয়া কাশী যাইতে প্রবৃত্ত হইলে নলিনাক্ষ রংপুরের ডাক্তারি ছাড়িয়া-আসিয়া কহিলেন এই বলিয়া রাজ বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, ভাদ্র"। —“ম, আমিও তোমার সঙ্গে কাশী যাইব ।” মা কাদিয়া কহিলেন, “বাছা, আমার সঙ্গে তোদের ত কিছুই মেলে না, কেন মিছামিছি কষ্ট পাইবি ?” t নলিনাক্ষ কহিল, “তোমার সঙ্গে আমার কিছুক্ত অমিল হইবে না ।” নলিনাক্ষ তfহার এই স্বামিপরিত্য ধ্রু অবমানিত মা তাকে সুখী করিবার জন্ত দৃঢ়সঙ্কল্প হইল । তাহার সঙ্গে কাশী গেল । ম। কহিলেন “বfব, ঘরে কি বেী আসিবে না ?” নলিনাক্ষ বিপদে পড়িল, কহিল, “কাজ কি মা, বেশ আছি " ম” বুঝিলেন, নলিন অনেকটা ত্যাগ করিয়াছে, কিন্তু তাই বলিয়। ব্রাহ্মপরিবারের বাহিরে বিবাহ করিতে প্ৰস্তুত বাপিত হুইয়া তিনি কহি:ে ন, “বাছা, আমার জন্যে তুষ্ট চিরজীবন সন্ন্যাদা হইয়। থাকিবি, এ ত কোনোমতেই হঠতে পারে । ন । তোর যেখানে রুচি, তুই বাহ কুৰু বাবা, আমি কথনে। আপত্তি কfরব না ।” নহে । নলিন দুই একদিন একটু চিস্ত করিয়া কাহল, "তুমি যেমন চাও, আমি তেমনি একটি বউ অনিয়া তোমার দাসা করিয়া দিব তোমার সঙ্গে কোনো বিষয়ুে অমিল হইবে, তোমাকে দুঃখ দিবে, এমন মেয়ে আমি কখনই ঘরে অনিব না ।” - এই বলিয়া নলিন পাত্রার সঞ্চানে বাংলাদেশে চলিয়া আসিয়াছিল । তাহার পরে মাঝখানে ইতিহাসে একটুখানি বিচ্ছেদ • আছে৭ কেহ বলে গোপনে બ এক পল্লিতে ੇ। কোন এক অনাথাকে বিবাহ করিয়া