পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శి సాVe সে বলিল- “খুড়োমশায়,—সে দশহাজার م- بچiة আর শুনিবার পূৰ্ব্বে, খুড়ামহাশয় সেইখানে গাড়, আছাড়িয়া-ফেলিয়া “রাম রাম” শঙ্গ করিতে করিতে উদ্ধশ্বাসে দৌড়িয়া পালাইলেন । পরদিন অমাবস্তা,—সন্ধ্যার পর খুড়ামহাশয় আর বাটীর বাহির হইলেন না । রাত্রি নয়টার সময় আহার করিয়া শয়ন করিলেন । যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন,— রাত্রি আনাজ বারোটার সময়, গাত্রে কাহার অতি শীতল হস্তম্পর্শে খুড়ামহাশয়ের নিদ্রাভঙ্গ হইল। খুড়ামহাশয় চমকিয়া ঘুমের ঘোরে বলিলেন—“কে - ও ?” অন্ধকারের মধ্য হইতে শব্দ হইল— “আমি নবকুমার।” শুনিবামাত্র খুড়ামহাশয়ের ঘুমের ঘোর চট্‌ করিয়া ভাঙিয়া গেল । ভূত বলিল—“সে দশহাজার টাকা আমার বউকে যতদিন না দি চ—র্ততদিন রোজ তাসব তাগাদ করতে—রোজ আঁস্ব—রোজ আঁস্ব—রোজ আঁস্ব।” বলিয়া নবকুমার চুপ করিল - ভূতটি যে কে, তাহ পাঠক পূৰ্ব্বেই অবশ্য বুঝিয়াছেন । খুড়ামহাশয়ের নিশ্বাস তখন ঘনঘন ৰহিতে লাগিল। ক্রমে তাছার দাত ঠকৃঠক করিয়া মুচ্ছ উপস্থিত হইল। নবকুমার তখন খোলা জানালার কাছে গিয়া, তাহার একটি গরাদে কৌশলে সরাইয়া, নিষ্ক্রান্ত হইয়৷ গেল। ৰাছিরে কিয়দূরে সত্যচরণ অপেক্ষ করিতেছিল। यछ भुमि । [ ৪র্থ বর্ষ, আশ্বিন । পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ আপিস হইতে ফিরিয়া-আসিয়৷ নবকুমারকে ংবাদ দিল,—খুড়ামহাশয় তাহারই ট্রেণে কলিকাতায় গিয়াছিলেন,--সাবিত্রীর নামে দশহাজার টাকার কোম্পানির কাগজ কিনিয়া আনিয়াছেন। সত্যচরণ জিজ্ঞাসা করিয়াছিল “এ টাকা কোথা থেকে এল ?” গগনচন্দ্র বলিয়াছিলেন—“টাকাট। ছিল আমার দাদার । সকলে যে বলত, তার দশহাজার টাকা আছে তা দেখছি মিথ্যে নয়। কিন্তু তার লোহার সিন্ধুক থেকে বেরোয় নি । কালকে রাত্রে হঠাৎ তার একটা পুরোণে৷ টিনের বাক্স খুলে দেখি, একটুক্‌রে লাল চেলীতে মোড়া দশহাজার টাকার নেট্‌ ! দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হ'ল আর কি ! আহ, আজ যদি নবু বেঁচে থাকৃত –পিতৃধন ! যা হোক, বিধবাটার উপায় হ’ল ।” ইহার পর নবকুমার কলিকাতায় গিয় খুড়ামহাশয়কে এক চিঠি লিখিল । লিখিল, সে শুনিয়! দুঃখিত হইয়াছে যে, তাছার মৃত্যুর একটা গুজব উঠিয়াছে এবং শ্রাদ্ধশাস্তিও হইয়া গেছে----কিন্তু বাস্তবিক সে বাচিয়া আছে এবং একটু কাৰ্য্য উপলক্ষ্যে স্থানান্তরে গিয়াছিল। অমুক তারিখে সে বাড়া আসিবে এবং একদিন খাকিয়া স্ত্রীকে লইয়। পশ্চিম যাত্রা করিবে । . নবকুমার বাট আসিয়া শুনিল, খুড়া মহাশয় কি-একটা জরুরি কার্য্য উপলক্ষ্যে গ্রামাস্তরে গিয়াছেন । স্ত্রীকে লইয়াসে পশ্চিম গেল । শ্ৰী প্রভাতকুমার মুখোপাধ্যায়।