পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা। } ब्रांछश्रृंदश् ७हे मयरब ७कखम शनैौ बांन করিতেন। তাছার মস্তকে অসহ্য ৰেদনা ছইয়াছিল । তাহার বোধ হইত, কেহ যেন মস্তকে ছুরিকা বিদ্ধ করিতেছে। জীবক একখানি তীক্ষু অস্ত্র * দ্বারা তাহীর মস্তিষ্ক হইতে দুইটি কীট বাছির করিয়া তাহাকে রোগমুক্ত করেন । রোগীকে সাতমাস পৃষ্ঠে, সাতমাস দক্ষিণপাশ্বে ও সাতমাস বামপাশ্বের উপর ভয় দিয়া শুইয়t + থাকিতে হইয়াছিল। তদনন্তর জীবক বারাণসী, উজ্জয়িনী ও কৌশাম্বীতে গমন করিয়া বহু লোকের চিকিৎসা করিয়াছিলেন । উজ্জয়িনীর তাংকালিক রাজা চন্দ্র প্রদ্যোত পাণ্ডুরোগে (jaundice ) কষ্ট পাইতেছিলেন । তিনি গুনিয়াছিলেন, জাবক মগধরাজ বিম্বিসারের গৃহচিকিৎসক । তদনুসারে তিনি বিম্বিসারের নিকট দূত প্রেরণ করিয়া ; জীবককে উজ্জ জীবক।. ঔষধ তৈলদ্বারা : ব্যাধিবিমোচন করিয়াছিলেন। • ২৯৯ য়িনীতে আনয়নNকরেন। জীৰক একটি মক্ষিত করিয়া চন্দ্রপ্রদ্যোতকে খাইষ্ঠে বলেন। উছাতেই তাহার রোগমুক্তি হয় । to ইহার পরেই জীবক বুদ্ধদেবের চিকিৎসা করুিয়াছিলেন। পৃথিবীর মধ্যে জীবক ধন্ত। যেহেতু তিনি জগদ্ব্যাধি প্রমোচক বুদ্ধের এক সময়ে বুদ্ধদেবের দেহ অমুস্থ হয় । আনন্দ জীবকের নিকট যাই স্থা এই সংবাদ বিজ্ঞাপন করেন । জীবক রাজগৃহের বিহারে আসিয়া বুদ্ধের চিকিৎসা করেন। তিনি তিনটি পদ্মপুষ্পের মধ্যে কিঞ্চিৎ ঔষধ প্রক্ষেপ করিয়া ঐ তিনটি পুষ্প তিন সময়ে বুদ্ধকে অন্ত্ৰিাণ করিতে বলেন । পুষ্প তিনবার আস্ত্রাণ ৭া করিয়াই বুদ্ধের দশবার বিরেচন হয়। ইহাতেই তাহার দেহ সবল হয় ও তিনি রোগমুক্ত হন। টাকা দিতে স্বীকৃত হইয়াছিলেন । সম্রাট দয়ায়ুসকে রোগমুক্ত করিয়া ডিমোক্রিডিল অসংখ্য স্ববর্ণমুদ্রা পাইয়াছিলেন । ( হেরোডোটাস, তৃতীয় অধ্যায় দ্রষ্টব্য । ) আমাদের দেশে শস্ত্রকারের নিয়ম করিয়াছেন, চিকিৎসা করিয়া অর্থগ্রহণ কীরিবে না , জীবক তক্ষশিলায় চিকিৎসাবিদ্যা শিথিয় প্রাচীন পারলীক ও মশরীয় জাতির প্রথা অনুসারে রোগীর নিকট হইতে টাকা লইতেন।

  • নানাহুত্রে জানা যায়, অস্ত্রচিকিৎসা সর্বপ্রথমে মশরে উস্তাবিত হইয়াছিল। পম্পাইনগরে কোন গৃহে কতকগুলি অস্ত্র পাওয়া গিয়াছে। উহা অবিকল বৰ্ত্তমানকালে ব্যবহৃত ডাক্তারী অস্ত্রের অনুরূপ ।

+ পৃষ্ঠে, বাম ও দক্ষিণ পাশ্বে ভর দিয়া শোয়াইয়া রাখা প্রাচীন চিকিৎসার একটি রীতি। য়াহুদিজাতির মধ্যে এই প্রথা প্রবর্হিত ছিল। পরমেশ্বর ইলেকিল কে আদেশ করিয়াছিলেন, বামপাশ্বে ভর দিয়া ৩৯০ দিন ও দক্ষিণপার্শ্বে ভর দিয়া ৪০ দিন শুইয়া থাক । ( Ezekiel IV. 5 ) } রাজার বাড়ীর কোন চিকিৎস্তুককে আনিতে হইলে রাজার নিকট আবেদন করিতে হইত। ওলড টেষ্ট্রেমেন্টে দেখা যায়, নেয়াম নিজের চিকিৎসার জন্ত ভিযখর এলিষাকে কিছু না বলিয়, এলিযার প্রভু ইজরেলের রাজার নিকট প্রার্থনা জানাইয়াছিলেন। ( Kings w, 5 ) ! to $ তৈল পাণ্ডুরোগের মহৌষধ। 象 to ৭ প্রাচীন ভিধগগণের মতে নাসিকাদ্বার গন্ধগ্রহণ করা একপ্রকার রোগপ্রতিকারের উপায়। গন্ধগ্রহণে সকল রোগেরই উপশম হইতে পারে। ডিমোক্রিটস, মৃত্যুশয্যায় শল্পিত হইয়া,ভাবিয়াছিলেন—“আর s দিন চিएलई जांभि কৃষ্টুিকিবট দেখিয়ামরিতে পারি। কিন্তু তখন তাহার কিছু আহার করিবার সামর্থ্য ছিল না। তিনি গরম রুট নাকে শুকিয়া ৪ দিন জীবিত ছিলেন । {