পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపి e যক্ষদর্শন । [ ৪র্থ বর্ষ, আশ্বিল । 영 অয়ি ইতিবৃত্তকথা, ক্ষাস্ত কর মুখর ভাষণ ! - ওগো মিথ্যাময়ি, তোমার লিখন-পরে বিধাতার অব্যৰ্থ লিখন হবে আজি জয়ী ! যাহা মরিবার নহে তাহারে কেমনে চাপা দিবে তব ব্যঙ্গবাণী ? যে তপস্ত সত্য তারে কেহ বাধা দিবে না ত্রিদিবে, নিশ্চয় সে জানি ।

  • হে রাজতপস্বি বীর, তোমার সে উদার ভাবনা

বিধির ভাণ্ডারে সঞ্চিত হইয়া গেছে, কাল কছু তার এক কণা পারে হরিবারে ? তোমার সে প্রাণোংসর্গ স্বদেশলক্ষ্মীর পূজাঘরে, সে সত্যসাধন কে জানিত হ’য়ে গেছে চির-যুগযুগান্তর-তরে ভারতের ধন ! సె অখ্যাত অজ্ঞাত রহি’ দীর্ঘকাল, হে রাজবৈরাগি, গিরিদরীতলে, —বর্ষার নিঝর যথ। শৈল বিদারিয়৷ উঠে জাগি* পরিপূর্ণ বলে— সেইমতে বাহিরিলে,—বিশ্বলোক ভাবিল বিস্ময়ে, “যাহার পতাকা অম্বর আছন্ন করে, এতকাল এত ক্ষুদ্র, হ’য়ে কোথা ছিল ঢাকা ।” Y o a সেইমত ভাবিতেছি আমি কবি এ পূৰ্ব্বভারতে— কি অপূৰ্ব্ব হেরি ! বঙ্গের অঙ্গনদ্বারে কেমন্তুে ধ্বনিল কোথা হ’তে তব জয়ভেরি ?