পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཝེ་ཅི༔ གང་སn | | শিৰাজি-উৎসব। రిషి , তিনশত বৎসরের গাঢ়তম তমিশ্র বিদারি প্রতাপ তোমার এ প্রাচীদিগন্তে আজি নবতর কি রশ্মি প্রসারি’ উদিল আবার ? Y 2 মরে না মরে না কভু সত্য যাহা, শত শতাব্দীর বিস্মৃতির তলে, নাহি মরে উপেক্ষায়, অপমানে না হয় অস্থির, আঘাতে না টলে ! যারে ভেবেছিল সবে কোনকালে হয়েছে নিঃশেষ কৰ্ম্মপরপারে, এল সেই সত্য তব পূজ্য অতিথির ধরি’ বেশ ভারতের দ্বারে । >* আজো তার সেই মন্ত্র, সেই তার উদার নয়ান ভবিষ্যের পানে একদৃষ্টে চেয়ে আছে, সেথায় সে কি দৃশু মহান হেরিছে কে জানে । অশরীর হে তাপস, শুধু তব তপোমুৰ্ত্তি ল’য়ে আসিয়াছ আজি, তবু তব পুরাতন সেই শক্তি আনিয়াছ ব’য়ে, সেই তব কাজ । ১৩ আজি তব নাহি ধ্বজ, নাই সৈন্ত, রণ-অশ্বদল, অস্ত্র থরতর, — আজি আর নাহি বাজে আকাশেরে করিস্থা পাগল হর হর হর । শুধু তব নাম আজি পিতৃলোক হ’তে এল নামি, করিল আহবান, মুহুর্তে হৃদয়সনে তোমারেই বরিল, হে স্বামি, বাঙালীর প্রাণ ! 속