পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२२ বঙ্গদর্শন । [ ৪র্থ বর্ষ, অশ্বিন । > 3 এ কথা ভাবে নি কেহ এ তিন শতাব্দকাল ধরি’— • জানে নি স্বপনে— তোমার মহৎ নাম বঙ্গ-মারাঠারে এক করি’ দিবে বিন রণে । তোমার তপস্তাতেজ দীর্ঘকাল করি অন্তৰ্দ্ধান আজি অকস্মাৎ মৃত্যুহীন-বাণীরূপে আনি দিবে নুতন পরাণ, নুতন প্রভাত । ు (t মারাঠার প্রান্ত হ’তে একদিন তুমি, ধৰ্ম্মরাজ, রাজা বলে’ জানি নাই, মানি নাই, পাই নাই লাজ সে ভৈরব রবে ! তোমার কৃপাণদীপ্তি একদিন যবে চমকিল৷ বঙ্গের আকাশে সে ঘোর দুর্যোগদিনে না বুঝিছু রুদ্র সেই লীলা, লুকামু তরাসে ! ృళీe মৃত্যুসিংহাসনে আজি বসিয়াছ অমরমূরতি, - সমুন্নত ভালে যে রাজকিরাট শোভে লুকাবে না তার দিব্যজ্যোতি কন্তু কোনোকালে ! তোমারে চিনেছি আজি, চিনেছি চিনেছি, হে রাজন, তুমি মহারাজ ! তব রাজকর ল’য়ে আটকোটি ৰঙ্গের নন্দন দাড়াইৰে আজ ! t S 1 a সেদিন শুনি নি কথা—আজি মোরা তোমার আদেশ • শির পাতি লব ! কণ্ঠে কণ্ঠে বক্ষে ৰক্ষে ভারতে মিলিবে সৰ্ব্বদেশ ধ্যনমস্ত্ৰে তব !