পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। নৌকাডুবি ।


صصه احتمالا تعیعیع حاع سعی-سیاسی

من 8 অন্নদাবাবুর পাশের বাসার দ্বারের সম্মুখে কিছু কিছু জিনিষপত্র লইয়া গোরুর গাড়ি এবং মুটে আনাগোনা করিতে লাগিল । ঝাড়পোছ এবং দরজাজানলা খোল ও বন্ধ করার শব্দ শোনা যাইতেছে । রাগ্লাবরের দিক্‌টা হইতে বহুকাল পরে ধোয়ার কুণ্ডলা দেখা দিয়াছে । একতলায় উঠানের কোণে ৫থাল কলের মুখ হইতে জলপড়ার শব্দ এ বাড়ীতে অtসিয়া পৌছিতেছে । সেই তার বহুপরিচিত এতদিনের শূন্তৰাসায় লোকবসতির এই সকল শব্দে ও দৃপ্তে.হেমনলিনীর মনটাকে আজ অত্যন্ত উতলা করিয়া তুলিল । নুতন অস্ত্ৰাণের সকালবেলাকার রৌদ্রে সমস্ত কলিকাতা বিচিত্র কাজে জাগিয়া উঠিয়ুছে—কিন্তু এই প্রভাত, এই রৌদ্র হেমনলিনীর চারিদিকের আকাশে কি মুর, কি কথা জাগাইয়া তুলিতেছে । হেম যেদিকে যার, যেদিকে তাকায়, সকল দিক্ হইতেই তাহাকে অশরীর সুবিৰ্ভাৰ বেষ্টন করে-মাধু কুরাইয়া গেছে, যাহা ফিরিৰার নহে, যাহা কোন সৰ্ব্বপ্রকারেই অসম্ভব, তাহাই পথহারা পিতৃহীন শিশুর মত আজিকার এই আলোকে, এই বাতাসে কোথা হইতে কেবলি ক্ৰন্দন করিরা উঠিতেছে! এই সময়টাতে অন্নদাবাৰু র্তাহার কাজের চিঠিপত্র ও হিসাব লেখার কাজে নিযুক্ত থাকেন । হেমনলিনী তাহার ঘরের মধ্যে প্রবেশ করিল । তিনি জিজ্ঞাসা করিলেন, “কি মা, কোনো কথা আছে !” হেমনলিনী কহিল—“ন। বাবা, একবার কেবল দেখিতে আসিলাম,—তুমি কি করিতেছ !” অন্নদাবাবু তাহার ক্ষসমা খুলিয়া খাতা বন্ধ করিয়া কহিলেম—“এই ষে এখানে চৌকি আছে, একটু বোসে না ।” হেমনলিনী কহিল, “ন। বাবা, আমি বসিব না। •তুমি কাজ কর!” সেখান হইতে গিয়া হেমনলিনী আলমারিতে তাহার বইগুৰুি গোছাইতে আরম্ভ করিল। কিন্তু গোছানে বড় ৰেশি অগ্রসর হয় না । হঠাৎ একএকটা বই হাতে পড়ে, অমুনি তাহা খুলিয়া তাহার' •পাতাগুলি