পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ)SAჯ ' উণ্টাইয়া যায়,—এই বই গুলির পাতায় গ্রন্থকাররচিত ধে সকল কথ। ছাপ আছে, তাহারই সঙ্গে সঙ্গে কতদিনের কত অরচিত কথা কত অদৃপ্ত অক্ষরে জড়িত হইয়া আছে, তাহার হেমনলিনীর বুকের মধ্যে—পোড়োবাড়ীর শূভম্বরগুলার ভিতর দিরা যেমন করিয়া সন্ধ্যাবেলাকার পার্থী কেবলি অকারণে আনাগোনা করিতে থাকে, তেমনি করিয়া ফিারতে লাগিল । তাহার বইসাজানো শেষ হইল না। অালমারি বন্ধ করিয়া আবার তাহার পিতার শয়নঘরে গিয়। কহিল, “যাও বাবা, তুমি নাইতে যাও, আমি তোমার ঘর একটু গুছাইয়। ফেলি!” জয়দাবাবু কহিলেন--*ঘর ত বেশ গোছানো আছে, আবার কি গুছাইবে । হেম, আমার এই ছোট ঘরটাকে লইয়া আর কি করিবে বল দেখি ! ষে-রকম করিয়া তুলিয়াছ, এখানে আমার বিছান না রাথিয়া দিল্লির ময়ূরতক্ত রাখিলে শোভা পাইত।” হেমনলিনী কহিল—“না বাবা, তুমি মাও-সমস্ত পরিষ্কার করিতে হইবে।” बाषा नढानक्लिब मठ अब्रमाबाबु भाथाब হাত বুলাইতে বুলাইতে চলিয়া গেলে পর সমস্ত বিছানাপত্ৰ তুলিয়া, জিনিষপত্র ঝাড়িয়া, বেটা যেখানে ছিল সেটাকে আবার আরএক জায়গায় রাখিয়া, ঘরটাকে হেমনলিনী আবার নুতনরকম করিয়া সাজাইয়া দিল । ইহাতে অনেকটা সময় গেল -কুিন্তু সমস্ত কাজের মধ্যে রুদ্ধৱেদন তাহার হৃদয়কে একমুহূৰ্ত্ত বিশ্রাম দিল না। . श्राशब्राख श्रब्रनाबाबू उँीशब्र (कोकिrङ ঘুমাইয় পড়িলে আজ হেমনলিনী নিজের বঙ্গদর্শন। SSASAS AAA AAAA AAAA AAAA AAAS S ASAAAA SAS A SAS SSAS [ ৪র্থ বর্ষ, কাৰ্ত্তিক । শোবার ঘরে গিয়। দরজা বন্ধ করিম দিল । বিবাহব্যাপারঘটিত গোলমালের পর হইতে অন্নদাবাবু, বোধ করি, কন্যাকে পরিচিত লোকের কৌতুহলদৃষ্টি হইতে রক্ষা করিবার खछ डे°ामनाश्रृंzश् शान नाहे । श्रांछ ८श्य মেজের কাপেটের উপর বসিয়া অভ্যস্ত রীতি অনুসারে উপাসনা করিতে চেষ্টা করিল । কিন্তু মনকে কিছুতেই ঠেকাইতে পারিল না, অস্তরের মধ্যে অন্তর্যামীকে ধরিতে পারিল না । অন্তসমরে সভার উপস্থিত হইয়া উপাসনাকার্য্যে সে প্রথ1. পালনস্বরূপ যোগ দিয়া তৃপ্তিলাভ করিয়াছে —উপদেশ ও গান শুনিয়া তাহার মনে ধে একটা ভাবোদয় হইয়াছে, তাছাকেই সে কৃতার্থতা বলিয়। গ্রহণ করিয়াছে । কিন্তু আজ তাহার অত্যন্ত আবশ্রাকের সময় । yআজ সে ধ্রুব একট-fকছুকে দৃঢ়নিশ্চিত ভাবে ধরিতে চায় ; আজ কেবল প্রথাপালন, কেবল ভাবের তৃপ্তি নয়,—আজি ডাঙায় মাছ যেমন করিয়া জল চায়, তেম্নি করিয়া সে শাস্তি ও সাস্বনা চাহিতেছে । যখন কিছুতেই কিছু হইল না, তখন হেমনলিনীকাদিয়া-উঠিয়া কহিল—“এতদিন তবে আমি কি করিলাম ! দুঃখের দিনের জষ্ঠে আমি কিছুই অস্তরের মধ্যে সঞ্চয় করিতে পারি নাই - অনেকুদিন পরে তাছার হাৰ্ম্মোনিয়মের ধূলা ঝাড়িয়া ব্রহ্মসঙ্গীত গাহিতে বসিল । কিন্তু এ হাৰ্ম্মোনিয়মে ব্রহ্মসঙ্গীতের রাগিণী ভেদ করিয়া ও কি স্বর বাজে ! অশ্রুজলে পরিপূর্ণ ও কি স্থর । . প্লারে আঘাতের সঙ্গে ডাক পড়িল । "cश्ध !”