পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ سیارSNا বিত্ত, এমন কি, অনেক দরিদ্র পরিবারের নিত্যক্রিয়ার মধ্যে পরিগণিত হইয়া পড়িয়াছে। এতাবৎকাল শ্রোতৃবর্গের ধৈর্য্য ও সহিষ্ণুতার কঠিন পরীক্ষা করা হইয়াছে, নচেৎ আমি আর অনেক দৃষ্টান্তদ্বারা দেখাইতে পারিতাম, শুদ্ধ পাশ্চাত্যসভ্যতার খাতিরে আমরা আরও কত প্রকার অভাব উদ্ভাবন করিয়৷ আমাদের দরিদ্রতার বৃদ্ধি করিতেছি । আমরা মুখে “ভারতের দরিদ্রতা’ বলিয়া কত আন্দোলন করি, কত রিজোলিউশন পাস করি, কত হাহুতাশ করি,–কিন্তু দেশের দরিদ্রতা আমরা কতটা নিজেরাই বৃদ্ধি করিতেছি, তাহা একবারও ভাবিয়া দেখি না। আমাদের পিতৃপিতামহগণ এই গ্রীষ্ম প্রধান দেশে সারা দিনরাত্রি খালি গtয় কাটাইতেন, অথচ তাহার। দীর্ঘজীবী ও নীরোগ ছিলেন । আমাদের কি স্তু অষ্টপ্রহর গঞ্জী কিংৰ শার্ট গায় ন দিয়া থাকিলে স্বাস্থ্যরক্ষা হয় না । অথচ আমাদের রোগ চিরদিন একট-ন-একটা লাগিয়াই আছে, এবং আমাদের আয়ু প্রায় পঞ্চাশ পার ছয় না । যাহা হউক, আমার অর্থ আছে, আমি ধেন এরূপ জামাকাপড় ব্যবহার করিতে পারিলাম। কিন্তু আমার অনুকরণে পরাণমাঝির পুত্র যে আট আনা দিয়া ঐ কালেডোরাযুক্ত বিলাতী গঞ্জা কিনিয়া নৌক৷ বাছিবার সময় গায় দিয়াছে, ও কি আর উদ্বার পিতার মত শীতকালের রাত্রে হিমের মধ্যে জলে ডুব দিয়া মাছ ধরিতে পারবে ? কখনই না । দেশের ভদ্রলোকদিগের অনুকরণে গরিবশ্রেণীও বিশাসিতার পঙ্কে নিময় হইতেছে। পূৰ্ব্বে কলিমদী শেখ ৰখন বঙ্গদর্শন। ৪র্থ বর্ষ, কীৰ্ত্তিক। তাহার ক্ষেত্রে চাষ করিতে যাই6; তখন মাটির বাসনে ও পিতলের ঘটতে তাহার প্রাতরাশের জন্য ভাত ও জল আসিত । fকন্তু অtiম স্বচক্ষে দেখিয়াছি, এখন enamelled plate, enamelled cups, enamelled glass না হইলে তাহার সেই ভাত ও জল আসে না । এইরূপ আর কত मृछेख निव ? আমরা এইরূপে নিজেদের বিলাসপ্রিয়তাদ্বার দেশের অভাববৃদ্ধি ও দরিদ্রতার বৃদ্ধি করিতেছি, অথচ আমাদের পুৰ্ব্বপুরুষগণ যে সকল উপায়ে দরিদ্রদের অভাৰ দূর করিতে চেষ্টা করিতেন, আমরা সে গুলি একে একে পরিত্যাগ করিতেছি । আমাদের দেশে গৃহস্থমাত্রেরই অতিথিসংকায় একটি অবগু কৰ্ত্তব্য ধৰ্ম্ম বলিয়া পরিগণিত ছিল । এই পবিত্র অনুষ্ঠানের দ্বারা যেমন অনেক অভাবগ্ৰস্ত ব্যক্তি গৃহস্থের আলয়ে আশ্রয় পtহত, তেমন গৃহস্থও সৰ্ব্বজন প্রাতির অনুশীলনদ্বার। হৃদয়ের প্রশস্ততা লাভ করতেন । কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয়, সেই অতিথিসৎকার এখন হিন্দুসমাজ হইতে উঠিয়া যাইতেছে । এখন আমরা আমাদের কতশত কৃত্রিম অভাৰT পূরণ করিতেই ব্যস্ত, অতিথিসেবার ব্যয় বহন করতে পারিব কেন ? আমাদের ভারতসমাঢ় মহামতি এডুওয়াডের শুভ-অভিবেকোপলক্ষে তাহার প্রাতিপুণ হৃদয়ের শুভ আকাঙ্ক্ষার অনেকগুলি দরিদ্রলোক এক ८वणा श्रांश८ब्रव्र अछ निमजिर्ड श्हे ब्राझ्णि, , সেজন্ত বিলাতে এক মহা হৈচৈ পড়িয়া গেল। কারণ, এরূপ चर्शन সে দেশে