পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] পূজায় পোষাক । 驗 Ob H স্বলোচনা তাহার মুখে হাত দিলেন, • “চুপ চুপ, অমন কথা বলতে নেই, পাপ श् च ।” - যখন স্থলোচনা ঘরের বাহির হইয়া আসিলেন, তখন মনোরম হাসিতে লাগিল, “zांकूक्रणछि कभ नन ! घूष निरब्र त्रांभांब्र মুখ বন্ধ কোরবেন!” মনোরমা ভারি দুষ্ট ! R তাত্রমাস আসিল, মাসের কয়েকদিন গেল, কিন্তু পাশের বাড়ীর গৃহিণীর আর দেখা নাই ! ভাদ্রমাসে বড় বৃষ্টি, ভারি বাত চাগিয়াছে, আর উত্থানশক্তি নাই বলিলেই •চলে। শুনির স্বলোচনা তাহাকে দেখিতে গেলেন। বোধ হয়, গৃহিণী সম্প্রতি শয্যাত্যাগ করিয়াছেন, কেন না, এখন তিনি দাড়াইয়া খড়িকা থাইতেছিলেন। সুলোচনাকে দেখিয়া বলিলেন, “এই যে ও বাড়ীর বউ ! তুমি বুঝি সেই টাকাটার জন্ত এসেচ ? তা বাছা, আমাকে মেরেই ফেল আর কেটেই ফেল, সে টাকা এখন আমি কোনমতেই দিতে পারব না।” স্থলোচনা লজ্জায় অধোবদন হইলেন, কছিলেন, “আমি সেজন্ত আসি নাই, তোমার অসুখ শুনে দেখতে এলাম।” “ত এস, এস ! তোমরা না দেখলে আর কে দেখৰে ৷ . অস্থখ- বুলে অম্বৰ ! সৰ্ব্বাঙ্গ বাতে যেন পঙ্গু, পঙ্গু আজ এই এববার উঠে দাড়িয়েছি।” বাতের বেদনুr স্থতি সহসা জাগরিত হওয়াতে গৃহিণী কোমরে হাত দিয়া বসিয়া পড়িলেন। তাহার পর পায়ে-হাত বুলাইতে লাগিলেন। “কিছু খাবার জো নেই বাছ, কিছু খাবার জো নেই! কবিরাজের সব বারণ। আর এই পোড়া বর্ষায় কি বা পাওয়া যায়! আমড়া একেবারে বারণ। রাজ্যের জিনিষে অরুচি । আজ একটু ভাল আছি বলে ছুটে 'चामड़ा ছেচে পোস্তলঙ্কা দিরে চচ্চড়ি কোরে একমুঠো ভাত খাই ।” সুলোচনা কহিলেন, “বাতের পক্ষে বলে আমড়া বড় খারাপ। যদি আবার অমুখ হয় ?” “আর পারি নে ৰাছা ! ডাক্তার-কবিরাজে আমার কি কোরবে ? এখন যেতে পারলেই বাচি । আর এই বিপিনের জালায় তাড় কালী হল ।” বিপিন তাহার ভ্রাতুপুত্র, তাহার সংসার লইয়াই গৃহিণীর সংসার। তাহার সম্বন্ধে এমন কথা শুনিয়া স্থলোচন। কিছু বিস্ময় প্রকাশ করিলেন । গৃহিণী বলিলেন, “বোলে৷ না, বোলো না, তার কথা আর বোলো না । চাকরী যায় বলে তোমার কাছ থেকে টাকা এনে দিলুম, তার পর সে তাগা-জগাছাও গেল। এ দিকে অদ্ধেকদিন রাত্রে ত বাড়ী থাকে না, বউট। ছেলেমামুষ, কেঁদে কেঁদে সারা হল । মাইনের টাকাও সব বাড়ীতে দেয় না। এমন কোর্লে কি চাকরী থাকে ?” এ সকল কথায় মলোচনা কোন কথ। কহিলেন না , গৃহিণীর কথা সমাপ্ত হইলে উঠিয়া আসিলেন। ভাদ্রমাসও ফুরাইয়া আসিল । ছেলেমেয়েদের পূজার পোষ্ট্রাক তৈরাপ্পি হইয়৷ গেল । তখন তাহার স্বলোচনাকে চাপিয়ু ধরিল, “মা, তোমার পুজার শাড়ী আর হার কোথায় ?” se