পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

چنی বঙ্গদর্শন [ ৪র্থ বর্ষ, বৈশাখ । পৰ্য্যটন করিতেছিলেন। তখন যে কয়েকটি ৰিখস্ত অনুচর সর্বদা তাহার পাশ্বৰী ছিলেন, তন্মধ্যে হকুমান সৰ্ব্বপ্রধান। স্বগ্রীবের প্রতি অটল ভক্তির তিনি নানারূপে পরিচয় প্রদান করিয়াছেন। - এস্থলে একটি দৃষ্টাস্তের উল্লেখ করা যাইতেছে । সমুত্রোপকূলে উপস্থিত হইয়া বানরসৈন্ত এক সময়ে একাস্ত হতাশ হইয়া পড়িল ; সীতার সন্ধান পাওয়া গেল না—মগ্রীবের निकिड़े ७कभांनकांज उऊँौठ रुहेब्रां श्रेिब्रांरछ् —অতঃপর মুগ্ৰীবের আদেশে তাছাদের শিরচ্ছেদ অবগুম্ভাবী,এই শঙ্কায় বানরবাহিনী আকুল হইয়া উঠিল ;–তাহারা পরিশ্রান্ত, ক্ষুৎপিপাসাতুর, নিরাশাগ্রস্ত এবং মৃত্যুদণ্ডের ভয়ে ভীত । পিপাসার তাড়নায় ইতস্তত পৰ্যটন করিতে করিতে তাহার একস্থলে পয়রেণুরক্তাঙ্গ-চক্রবাক-দর্শনে এবং জলভারার্ক্স-শীতলবায়ু-স্পর্শে কোন জলাশয় অদূরবর্তী বিবেচনায় অগ্রসর হইতে লাগিল । প্রাণের ভয় বিসর্জন দিয়া তাঙ্গারা বছক্রোশৰ্যাপী এক গভীর অন্ধকারগুহার মধ্যে জলান্বেষণে ঘুরিতে ঘুরিতে সহসা পৃথিবীনিয়ে এক সাধুপুষ্পিত বাপীবহুল মনোরম রাজ্য আবিষ্কার করিয়া ফেলিল। ক্ষুধাতৃষ্ণ निबांब्रिड झहेरण, ठांशंब्री ७थां८१ब्र श्रां*छांब्र शृनब्रांद्र .पिकण इहेधt *क्लिण । उqन बूबরাজ অঙ্গদ ও সেনাপতি তার সমস্ত বানরবৃন্ধকে স্বগ্রীবের বিরূদ্ধে উত্তেজিত করিয়া তুলিলেন, তাহারা বলিলেন—“কিষ্কিন্ধায় ফিরিয়া গেলে জয়প্রকৃতি সুগ্ৰীবের হস্তে -আমাদেরস্বত্ব নিশ্চি , এল আমরা এই স্বর ক্ষিওঁ স্কুন্দর জৰিত্যকায় মুখে বাস করি, জার, স্বদেশে ফিরিয়া যাইবার প্রয়োজন নাই।” সমস্ত বানরসৈন্ত এই প্রস্তাব সমর্থন করিয়া ৰলিল—“স্নগ্রীব উগ্রস্বভাব এবং রাম ন্ত্রৈণ । নির্দিষ্টকাল অতীত হইয়াছে, এখন রামের ॐीडिब्र छछ दूरdौद जबश्चहे श्रांभांमिश्रहक झाडा করিবে - হজুমান স্বগ্ৰীৰকে ধৰ্ম্মজ্ঞ বলিয়া উল্লেখ করাতে অঙ্গদ উত্তেজি তকণ্ঠে বলিলেন-—“যে ব্যক্তি জ্যেষ্ঠের জীবদ্দশাতেই জননীসমা তৎপত্নীকে গ্রহণ করে, সে অতি জঘন্ত ; বালি এই দুরাচারকে রক্ষকরূপে স্বারে নিয়োগ করিয়া বিলমধ্যে প্রবেশ করিয়াছিলেন, কিন্তু ঐ দুষ্ট প্রস্তরম্বারা গৰ্ত্তের মুখ জাচ্ছাদন করিয়া আইসে, স্বতরাং তাহাকে আর কিরূপে ধৰ্ম্মজ্ঞ বলিৰ ? সুগ্ৰীৰ পাপী, কৃতঘ্ন ও চপল, সে স্বয়ং আমাকে যৌবরাজ্য প্রদান করে নাই, বীর রামই আমার যৌবরাজ্যের কারণ । রামের নিকট প্রতিশ্রুত হইয়া সে প্রতিজ্ঞা বিস্তুত হইয়াছিল—লক্ষ্মণের ভয়ে জানকীর অন্বেষণার্থ আমাদিগকে প্রেরণ করিয়াছে, তাহার আবার ধৰ্ম্মজ্ঞান কি ? সে স্মৃতিশাস্ত্রের বিধি লঙ্ঘন করিয়াছে—এখন জ্ঞাতিবর্গের মধ্যে কেছ আর তাহাকে বিশ্বাস করিবে না। সে গুণবান ৰ নিগুৰ্ণ হউক, আমাকে সে হত্যা করিবে--আমি - শক্ৰপুত্ৰ I” অঙ্গদের এই সকল কথায় বানরগণ অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল, তাহার ক্রমা - গত বাল্লির প্রশংসা ও মুগ্ৰীবের নিন্দাবাদ করিতে লাগিল । @ এই উত্তেজিত সৈgমওলীর মধ্যে হয়মান অটলসঙ্গোরূঢ়। তিনি দৃঢ়স্বত্বে বলি 炒 @ লেন;–“যুবরাজ, আপনি মনে করিবেন না,